করোনার প্রার্দুভাবে সারা দেশে লকডাউন। রাস্তায় কেবলমাত্র দেখা যাচ্ছে জরুরী পরিষেবার গাড়ি। তাঁরা আমাদের নিরাপত্তা নিতে দিন-রাত ভাবছে, কিন্তু আমরা তাদের জন্য কতটুকু করতে পারছি! আমরা করি বা নাই করি, অভিনেতা নাইজেল আকারা তাঁর কাজ করে চলেছেন দিব্যি। রাস্তায় নেমেছেন গোত্র-র তারেক আলি।
রাস্তা-ঘাট, বাজার-দোকান এমনকী পুলিশের গাড়ি-সবটাই নিজে স্যানিটাইজ করছেন নাইজেল। সাধারণ মানুষের সাহায্যার্থে পাশে পেয়েছেন নিজের সংস্থার কর্মচারীদের। মানুষের সঙ্গে সামাজিক দূরত্ব বজায় রেখে, সমস্ত নিয়ম মেনে কাজ করে চলেছেন টিম নাইজেল। এমনকী কাজের পর নিজেদের যন্ত্রপাতি, গাড়ি সবটা স্যানিটাইজ করছেন অভিনেতা।
আরও পড়ুন, মুক্তি পেল ‘ঝড় থেমে যাবে একদিন’
করোনা দুর্যোগে সাধারণ দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন বহু তারকা। তবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সবাইকে সুস্থ রাখার দায়িত্ব তুলে নিয়েছেন নাইজেল আকারা।