নুসরত-নিখিলের বিয়ের অন্দরকাহিনি, দেখুন ভিডিও

বেশ কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল তাদের ওয়েডিং ভিডিও-র ঝলক। তবে এদিন সোশাল মিডিয়ায় সামনে এল সাড়ে তিন মিনিটের 'এনজে অ্যাফেয়ার'। 

বেশ কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল তাদের ওয়েডিং ভিডিও-র ঝলক। তবে এদিন সোশাল মিডিয়ায় সামনে এল সাড়ে তিন মিনিটের 'এনজে অ্যাফেয়ার'। 

author-image
IE Bangla Web Desk
New Update

অবশেষে প্রকাশ্যে এল নুসরত জাহান এবং নিখিল জৈনের স্বপ্নের বিয়ের ভিডিও। তুরস্কের বোদরুম শহরে আয়োজন হয়েছিল 'দ্য এনজে অ্যাফেয়ার'-এর। ভারত থেকে উড়ে গিয়েছিল কাছের আত্মীয়-বন্ধুরা। যেন পরীর গল্প। রাজকীয়ভাবে সম্পন্ন হয়েছিল বিবাহ পর্ব। সোশাল মিডিয়া তোলপাড় হয়েছিল তাদের ছবিতে।

Advertisment

বেশ কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল তাদের ওয়েডিং ভিডিও-র ঝলক। তবে এদিন সোশাল মিডিয়ায় সামনে এল সাড়ে তিন মিনিটের 'এনজে অ্যাফেয়ার'। ভিডিওতে দেখা মিলল মিমি চক্রবর্তী ও তাঁর বন্ধু মিলিকে। তাদের নিয়ে জল্পনায় ঘি ঢেলেছে নুসরতের বিয়ের এই ভিডিও।

আরও পড়ুন, ‘অসুর’ বধে নুসরত, সাড়া ফেলল ফার্স্টলুক

টলিউডের এটাই প্রথম ডেস্টিনেশন ওয়েডিং। বিয়ের তারিখ প্রকাশ্যে আসার পর থেকেই হইচই শুরু হয়েছিল এই অভিনেত্রী সাংসদের বিবাহ অনুষ্ঠান নিয়ে। অবশেষে কথা মতোই ১৯ তারিখে তুরস্কের বোদরুম শহরে জাকজঁমক আয়োজনে বিয়ে করেছিলেন নুসরত জাহান।

Advertisment

সব্যসাচীর ডিজাইন করা লেহেঙ্গায় বেশ দেখাচ্ছিল অভিনেত্রীকে। নিখিলও তৈরি হয়েছেন সব্যসাচীরই বানানো সাদা শেরওয়ানিতে।বোদরুমের ‘সিক্স সেন্সেস কাপালায়াঙ্কা’য় বসেছিল বিয়ের আসর। পরে কলকাতার এক পাঁচতারা হোটেলে আয়োজন করা হয়েছিল রিশেপসনের।

tollywood Nusrat Jahan Bengali Heroine