Advertisment

Chinmay Krishna Das Arrest: বাংলাদেশে জেলবন্দি চিন্ময়কৃষ্ণ, আক্রান্ত হিন্দুরা, 'শেষ' দেখতে এবার কোন পথে ISKCON?

ISKCON reacts on Chinmay Krishna Das Arrest: ওপার বাংলায় দিকে দিকে আক্রান্ত হিন্দুরা। জেলবন্দি চিন্ময়কৃষ্ণ দাস। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার প্রতিনিধিকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার কলকাতা ISKCON-এর সহ সভাপতি রাধারমন দাসের।

Shashi Ghosh এবং Joyprakash Das
New Update

ISKCON reacts on Chinmay Krishna Das Arrest: অশান্তি সৃষ্টি করার অভিযোগে বাংলাদেশে সরকার গ্রেফতার করেছে চিন্ময়কৃষ্ণ দাসকে। ইসকনের ভক্ত চিন্ময়কৃষ্ণ দাসকে উগ্রপন্থী তকমা দিয়ে আদালতে পেশ করেছিল মহম্মদ ইউনুস সরকার। হিন্দু সন্ন্যাসীর গ্রেফতারের প্রতিবাদে বিশ্বজুড়ে একযোগে পথে নামার কর্মসূচি নিতে চলেছে ISKCON। কলকাতা ইসকনের সহ সভাপতি রাধারমন দাস (Radharaman Das) ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার প্রতিনিধির মুখোমুখি হয়ে চিন্ময়কৃষ্ণ দাস সহ একাধিক প্রশ্নের জবাব দিয়েছেন অকপটে।

Bangladesh Government Sedition case Chinmoy Krishna Das arrest Bangladesh Violence ISKCON Sedition Charge
Advertisment