New Update
চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি পর থেকে বাংলাদেশের চট্টগ্রাম, ঢাকা থেকে শুরু করে রংপুর-সহ বিস্তীর্ণ এলাকায় সনাতনীরা পথে নেমে বিক্ষোভ সামিল হয়েছেন। ওপার বাংলার বিক্ষোভের চরম আঁচ পড়েছে এপারেও। বাংলাদেশে সনাতনীদের ওপর হওয়া অত্যাচারের প্রতিবাদে সোচ্চার BJP। ইসকনের চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে অবিলম্বে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই সঙ্গে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকেও চরম হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।