Suvendu Adhikari attacks Bangladesh govt on arrest of Chinmay krishna Das: বাংলাদেশে শেখ হাসিনা (Sheikh Hasina) সরকারের অবসানের পর থেকেই সে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নেমে এসেছে চরম অত্যাচার। দিকে-দিকে সনাতনীদের বাড়ি-ঘর ভাঙচুর, পুড়িয়ে দেওয়া থেকে শুরু করে মন্দিরে ভাঙচুর, লুটপাট চলছে অহরহ। অবর্ণনীয় সেই অত্যাচারের বিরুদ্ধেই সনাতনীরা এক হয়ে প্রতিবাদে নেমেছিলেন গত কয়েক সপ্তাহ ধরে। সেই প্রতিবাদের অন্যতম প্রধান মুখ ইসকনের (ISCKON) পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস (Chinmoy Krishna Das)। এবার তাঁকেই গ্রেফতার করেছে বাংলাদেশ সরকার।
চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি পর থেকে বাংলাদেশের চট্টগ্রাম, ঢাকা থেকে শুরু করে রংপুর-সহ বিস্তীর্ণ এলাকায় সনাতনীরা পথে নেমে বিক্ষোভ সামিল হয়েছেন। ওপার বাংলার বিক্ষোভের চরম আঁচ পড়েছে এপারেও। বাংলাদেশে সনাতনীদের ওপর হওয়া অত্যাচারের প্রতিবাদে সোচ্চার BJP। ইসকনের চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে অবিলম্বে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই সঙ্গে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকেও চরম হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
চরম হুঁশিয়ারি শুভেন্দুর!
"ভারত সরকার কাজ শুরু করেছে। চরম পরিণতির জন্য ইউনুসের সরকার প্রস্তুত থাকুন। বিজেপির বিধায়করা বাংলাদেশ দূতাবাস অভিযান করবেন। গোটা রাজ্যের হিন্দুদের বলব ধ্বজ, শাঁখ নিয়ে সর্বত্র সাধারণ মানুষের অসুবিধা না করে মিছিল, মিটিং করুন। ব্যাপক প্রতিবাদ করুন। সর্বত্র প্রতিবাদ করুন। কোনও রাজনৈতিক দলের পতাকা নেওয়ার দরকার নেই। বাংলাদেশের হিন্দুদের পাশে থাকতে হবে। বিধানসভার গেটে বিজেপি বিধায়করা বিক্ষোভ করেছেন। সোমবার পেট্রোপালে অবরোধ হবে। বড় অবরোধ হবে। সব বিধায়করা থাকবেন। প্রয়োজনে স্থায়ী অবরোধ হবে। চট্টগ্রামে হাজারখানেক হিন্দুকে মারা হয়েছে। মন্দির ভেঙে দিচ্ছে।"
আরও পড়ুন- Sandakphu: এবার আর চাইলেই সান্দাকফু যেতে পারবেন না, বদলেছে নিয়ম, ছাড়পত্র কীভাবে? জানুন বিস্তারিত
বাংলাদেশে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর ইসকনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ঢাকার একটি আদালতের বাইরে প্রিজনভ্যান থেকেই বলেছেন, "আমরা একটি অখণ্ড বাংলাদেশ চাই।" আদালতের বাইরে তাঁর গ্রেপ্তারের প্রতিবাদে হিন্দু সম্প্রদায়ের শ'য়ে শ'য়ে মানুষ জড়ো হয়েছিলেন। তাঁদের উপর পুলিশ লাঠিচার্জ করে। ছোঁড়া হয় কাঁদানে গ্যাসের সেলও।