পুরস্কৃত হলেন কলকাতা পুলিশের 'সেলিব্রিটি কনস্টেবল' ইলিয়াস

কলকাতা পুলিশ জানিয়েছে, ইনি কনস্টেবল ইলিয়াস মিঞা, রিজার্ভ ফোর্সের কনস্টেবল তিনি। গতকাল কলকাতা পুলিশের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে ইলিয়াসকে পুরস্কৃত করেন নগরপাল রাজীব কুমার।

কলকাতা পুলিশ জানিয়েছে, ইনি কনস্টেবল ইলিয়াস মিঞা, রিজার্ভ ফোর্সের কনস্টেবল তিনি। গতকাল কলকাতা পুলিশের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে ইলিয়াসকে পুরস্কৃত করেন নগরপাল রাজীব কুমার।

author-image
IE Bangla Web Desk
New Update

পুজোর দিনগুলোয় কলকাতা পুলিশের ভিড় নিয়ন্ত্রণ এবং যানবাহন সচল রাখায় সাফল্য সর্বজনবিদিত। কাজটা সোজা নয়, খুব আনন্দেরও নয়। কিন্তু দেখুন এই তরুণ কনস্টেবল কীভাবে তাঁর কাজে আনন্দের আমদানি করছেন, শহরের ত্রিধারা সম্মিলনীর পুজোয়।

Advertisment

কলকাতা পুলিশ জানিয়েছে, ইনি কনস্টেবল ইলিয়াস মিঞা, রিজার্ভ ফোর্সের কনস্টেবল। গতকাল কলকাতা পুলিশের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে ইলিয়াসকে পুরস্কৃত করেন নগরপাল রাজীব কুমার। ইলিয়াসের ভিড় সামলানোর ভিডিও এখনও উল্কাবেগে ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। রাতারাতি প্রায় সেলিব্রিটিতে পরিণত উত্তরবঙ্গের বুনিয়াদপুরের এই ভূমিপুত্র।

আরও পড়ুন: গানের চেয়ে কম কিছু নয় বাজনা, জানাতে চান ওঁরা

যেন চারটে ফুসফুস নিয়ে ডিউটি করতে নেমেছিলেন। একটা টুলের উপর দাঁড়িয়ে বাঁশি বাজিয়েই চলেছেন ঘন্টার পর ঘন্টা অক্লান্ত। দর্শনার্থীদের ডাকছেন অভিনব কায়দায়, শরীর ছন্দময় ভঙ্গিতে বাঁকিয়ে, কখনও দু'হাত, কখনও এক হাত নেড়ে। দক্ষিণ কলকাতার ত্রিধারা-র পুজোমণ্ডপে ঠাকুর দেখার পাশাপাশি বিস্ময়ে-কৌতুকে টুলের উপর দাঁড়ানো কলকাতা পুলিশের ওই কনস্টেবলকেও দেখে চোখ ফেরাতে পারছিলেন না কেউ।

Advertisment

আপনাদের জন্যও রইল এই ভিডিও।

Read full story in English 

kolkata police Durga Puja 2019