Share নিকেতন পুরস্কৃত হলেন কলকাতা পুলিশের ‘সেলিব্রিটি কনস্টেবল’ ইলিয়াস কলকাতা পুলিশ জানিয়েছে, ইনি কনস্টেবল ইলিয়াস মিঞা, রিজার্ভ ফোর্সের কনস্টেবল তিনি। গতকাল কলকাতা পুলিশের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে ইলিয়াসকে পুরস্কৃত করেন নগরপাল রাজীব কুমার। Updated: October 21, 2018 11:56 IST