প্রভু দেবার কথা মনে করাল এই ট্রাফিক পুলিশের নাচ, দেখুন ভিডিও

সম্প্রতি একটি সংবাদ সংস্থা স্যোশাল মিডিয়ায় শেয়ার করেছে এই ভিডিওটি। খান্ডওয়ালের নাচ নাকি অনেককে প্রভু দেবার কথাই মনে করিয়েছেন, এমনটাই বলছেন নেটিজেনরা। ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ঘুরছে সর্বত্র।

সম্প্রতি একটি সংবাদ সংস্থা স্যোশাল মিডিয়ায় শেয়ার করেছে এই ভিডিওটি। খান্ডওয়ালের নাচ নাকি অনেককে প্রভু দেবার কথাই মনে করিয়েছেন, এমনটাই বলছেন নেটিজেনরা। ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ঘুরছে সর্বত্র।

author-image
IE Bangla Web Desk
New Update

অফিসের নটা ছটার ডিউটি, বসের কচকচানি, কারই বা ভাল লাগে। কাজেই যেই কাজ করছেন সবটাই যে মনের মতো হতে হবে এমন কথা তো একেবারেই নেই। তবে অপ্রিয় কাজটাকেও প্রিয় বানিয়ে নিতে আপনিই পারেন। অন্তত ভিডিওটি দেখলে আপনার এমনটা মনে হতেই পারে। ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে দিব্য নেচে চলেছেন তিনি। ঘটনাটির ওড়িশার। জানা গিয়েছে ৩৩ বছরের ওই পুলিশ অফিসারের নাম প্রতাপ চন্দ্র খান্ডওয়াল। সম্প্রতি ভুবনেশ্বরের পোস্টিং রয়েছেন তিনি।

আরও পড়ুন: মহিলা গবেষকের টুইটে ভারতের মহিলা পাইলটদের জয়জয়কার

Advertisment

সম্প্রতি একটি সংবাদ সংস্থা স্যোশাল মিডিয়ায় শেয়ার করেছে এই ভিডিওটি। খান্ডওয়ালের নাচ নাকি অনেককে প্রভু দেবার কথাই মনে করিয়েছেন, এমনটাই বলছেন নেটিজেনরা। ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ঘুরছে সর্বত্র।

Advertisment

viral