New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/12/italy-woman-759.jpg)
ছবি: টুইটার।
একবার নয়, দু’বার নয়, তিনবার! প্রথম দু’বার করোনাকে হারিয়ে এই দুঃসময়ে সাহস জুগিয়েছেন ইটালির এক শতায়ু। ফের করোনায় আক্রান্ত হয়েছেন ১০১ বছর বয়সী ওই বৃদ্ধা।
ছবি: টুইটার।
একেই বলে বুড়ো হাড়ের ভেল্কি! স্প্য়ানিশ ফ্লু তাঁর কিচ্ছু করতে পারেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো কঠিন সময়ও পার করেছেন তিনি। হালের করোনাভাইরাসও তাঁর শরীরে থাবা বসিয়েছিল। একবার নয়, দু’বার নয়, তিনবার! প্রথম দু’বার করোনাকে হারিয়ে এই দুঃসময়ে সাহস জুগিয়েছেন ইটালির এক শতায়ু। সম্প্রতি ফের করোনায় আক্রান্ত হয়েছেন ১০১ বছর বয়সী ওই বৃদ্ধা।
জানা যাচ্ছে, মারিয়া ওরসিংগার নামে ওই বৃদ্ধা গত ফেব্রুয়ারি মাসে প্রথম করোনায় আক্রান্ত হন। এরপর গত সেপ্টেম্বরে ফের করোনায় আক্রান্ত হন তিনি। তাঁর বয়সের কথা মাথায় রেখে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেবার। দু’বারই করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন তিনি।
আরও পড়ুন: কোভিডে ভেঙে পড়েছেন বৃদ্ধ, বুকে জড়িয়ে ধরলেন চিকিৎসক, মর্মস্পর্শী ছবি মন কেড়েছে নেটদুনিয়ার
সম্প্রতি নভেম্বর মাসে ফের করোনায় আক্রান্ত হয়েছেন ওই শতায়ু। এবার তাঁর শরীরে করোনার কোনও উপসর্গ মেলেনি।
উল্লেখ্য়, বয়স মানে না ভাইরাস। ইটালির ওই শতায়ু ছাড়াও এ ভারতেরও কয়েকজন শতায়ু করোনায় আক্রান্ত হয়েছিলেন এবং পরে তাঁরা সুস্থ হয়ে ওঠেন।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন