New Update
/indian-express-bangla/media/media_files/lZZI218JlbNHavx90NcR.jpg)
সানি কুমার
Success Story: দিনের বেলায় সিঙ্গারা বিক্রি! রাত জেগে পড়াশুনা, ডাক্তারি পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করে সকলকে চমকে দিলেন এক কিশোর। তার জীবন সংগ্রামের কাহিনী এখন সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছে।
সানি কুমার
Success Story: দিনের বেলায় সিঙ্গারা বিক্রি! রাত জেগে পড়াশুনা, ডাক্তারি পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করে সকলকে চমকে দিলেন এক কিশোর। তার জীবন সংগ্রামের কাহিনী এখন সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছে।
সিঙ্গারা বিক্রি করে চালিয়েছে নিজের পড়াশুনা। অবশেষে NEET UG পাস করে সকলকে চমকে দিলেন এই কিশোর। জানা গিয়েছে ওই কৃতি ছাত্রের নাম সানি কুমার। নয়ডার বাসিন্দা সানি নিজের পড়াশুনা চালানোর জন্য দিনের বেলা সিঙ্গারা বিক্রি করত। তারপর বাড়ি ফিরে সারারাত ধরে চলত ডাক্তারি পরীক্ষায় কঠোর অনুশীলন।
এমন অনুপ্রেরণার কাহিনী হাজারো মানুষের মন জয় করেছে। বাধার মুখোমুখি হয়েও থামতে শেখেননি ১৮ বছরে এই যুবক। সানির দুটি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে সানির ঘরের দেওয়াল জুড়ে কুমারের নোটসে ভরা।
Split AC Discount Offers: বিরাট ডিসকাউন্ট! 'অফ সিজনে' নামমাত্র দামে ACকেনার দারুণ সুযোগ
মাত্র ১৮ বছর বয়সে, সানি কুমার তার পড়াশোনা এবং তার দোকান একই সঙ্গে সামলাচ্ছেন। সানি জানান, দুপুর ২টোয় স্কুল শেষ হওয়ার পর দোকান চালাতেন তিনি। তারপর বাড়ি ফিরে গভীর রাত পর্যন্ত চলত পড়াশুনা। সানি NEET 2024-এ ৭২০-র মধ্যে ৬৬৪ নম্বর পেয়েছেন।