হাড় কাঁপানো ঠান্ডায় টানা ৬৫টি পুশআপ, জওয়ানের ফিটনেস দেখে তাজ্জব সকলেই

বুড়ো হাড়ের ভেলকি দেখে চোখ কপালে নেটিজেনদের

বুড়ো হাড়ের ভেলকি দেখে চোখ কপালে নেটিজেনদের

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াসে ৬৫টি পুশআপ

মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াসে ৬৫টি পুশআপ! এমনই অবাক কান্ড ঘটিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেললেন আইটিবিপি কমানড্যান্ট। তাকে স্যালুট জানিয়েছেন নেটিজেনরা। মাত্র ১ মিনিট ১২ সেকেন্ডে বরফে মোড়া ১৭,৫০০ ফুট উচ্চতায় একটানা ৬৫টি পুশআপ দিয়ে সবাইকে অবাক করে দিয়েছেন এই জওয়ান। ৫৫ বছর বয়সী এই আইটিবিপি কম্যান্ডান্টের সাফল্যে মুগ্ধ নেট দুনিয়া। এই ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছে।

Advertisment

ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে আইটিবিপি কমানড্যান্ট মাত্র ১ মিনিট ১২ সেকেন্ডে একটানা ৬৫টি পুশআপ করেছেন। মাইনাস ৩০ ডিগ্রি তাপমাত্রায় এবং লাদাখের কনকনে ঠান্ডা ও ১৭,৫০০ ফুট উঁচুতে এভাবে শারীরিক কসরৎ করা মোটেই সহজ নয়। কিন্তু পঞ্চাশ পেরনো রতন সিং সোনাল তা করে দেখিয়েছেন। শোনা যাচ্ছে, ২৩ ফেব্রুয়ারি বুধবার সকালেই এই সাফল্য এসেছে ওই আইটিবিপি কমানড্যান্টের ঝুলিতে। নেটিজ়েনরা এই ব্যক্তির ফিটনেসের ভূয়সী প্রশংসা করেছেন। এই কমানড্যান্ট যে দারুণ ভাবে ফিট সেটা আর বলার অপেক্ষা রাখে না।

তাঁর এই টানা ৬৫টি পুশআপ দিয়ে সকলকে সুস্থ থাকার জন্য শরীরচর্চার বার্তা দিয়েছেন এই কমানড্যান্ট। এমনিতে ৫০ পেরোনো কারুর পক্ষে এমন কাজ রীতিমত অসম্ভব আর তাই করে দেখিয়েছেন এই জওয়ান। ভিডিও ভাইরাল হতেই তাতে কয়েক লক্ষ ভিউ অজস্র লাইক পড়েছে। অনেকে কমেন্টে এই আইটিবিপি জওয়ানের শরীরচর্চার প্রশংসাও করেছেন।

ITBP officer PushUp