scorecardresearch

বড় খবর

৭০ বছরের বৃদ্ধের পাশে বসে বছর ২০-এর কনে!  বিয়ের ভিডিও দেখে আঁতকে উঠছে নেটপাড়া

বিয়েতে আসা অতিথিরাও বর-কনের এই জুটিকে দেখে বেশ অবাক।

৭০ বছরের বৃদ্ধের পাশে বসে বছর ২০-এর কনে!  বিয়ের ভিডিও দেখে আঁতকে উঠছে নেটপাড়া
বিয়েতে আসা অতিথিরাও বর-কনের এই জুটিকে দেখে বেশ অবাক।

বিয়ে নিয়ে নানান মজার ভিডিও ভাইরাল হয়ে থাকে সোশ্যাল মিডিয়ায়। মাঝে মধ্যে বিয়ে নিয়ে এমন অনেক ভিডিও ভাইরাল হয়, যা দেখে সবাই হতবাক হয়ে যান। এমনই একটি ভিডিও সবেমাত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।  

ভিডিও দেখে সকলেই হতবাক। আসলে বিয়ের এই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে  ৭০ বছর বয়সী বৃদ্ধের সঙ্গে বিয়ের পিঁড়িতে কন্যার বেশে বছর ২০-এর পাত্রী।  এই বিয়ে দেখে নেটিজেনরাও বিস্ময় প্রকাশ করছেন এবং প্রতিনিয়ত তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায় সত্তর ছুঁইছুঁই বর বিয়ের মণ্ডপে  চুপচাপ বসে আছেন এবং বছর ২০-এর পাত্রী কনের সাজে তার পাশে বসে রয়েছেন। এবং তাকে বেশ খুশি দেখাচ্ছে। বিয়েতে আসা অতিথিরাও বর-কনের এই জুটিকে দেখে বেশ অবাক।

আরও পড়ুন : [ দিওয়ালিতে বিরাট অফার নিয়ে হাজির Vivo, মাত্র ১০১ টাকায় পান সাধের স্মার্ট ফোন! ]

bhutni_ke_memes নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে  ভিডিওটি আপলোড করা হয়েছে। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এই ভিডিও দেখার চেয়ে ভাল আমাকে একটু বিষ এনে দিন।’ ভিডিওটি দাবানলের মত ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। মানুষজন ক্রমাগত এই ভিডিওতে তাদের প্রতিক্রিয়া দিচ্ছেন।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: 70 years old groom happy to see 20 years old bride