/indian-express-bangla/media/media_files/2024/12/18/OMv1drLNe9ZGsD2xFSRN.jpg)
'কেতাদুরস্ত স্টাইল', চলন্ত ট্রেনের ছাদে শুইয়ে ভয়ঙ্কর ভ্রমণ
Viral Video: ট্রেনের ইঞ্জিনের ছাদে শুয়ে বিপজ্জনক স্টান্ট! ভয়ঙ্কর ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হতে মানুষ নিজের জীবনকে বিপদের মুখে ফেলতে দুবার ভাবেন না। রিল বানাতে গিয়ে দুর্ঘটনার শিকার হন অনেকেই তাও রিলের নেশায় মানুষ নিজের জীবনকে চরম বিপদের মুখে ফেলতে একবারও চিন্তা করেন না।
সম্প্রতি এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে ট্রেনের ছাদের শুইয়ে এক ব্যক্তিকে বিপজ্জনক স্টান্ট করতে দেখা যায়। ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভিডিওটি দেখার পর মানুষ নানান মন্তব্য করেছেন। ভিডিওটিতে তাদের প্রতিক্রিয়াও জানিয়েছেন।
বিশ্বের সেরা ধনীর তালিকায় প্রথম দশে ঠাই পেলেন না আদানি-আম্বানি! শীর্ষে কে?
বর্তমানে ভাইরাল হওয়া ভিডিওতে এক যুবককে বিপজ্জনক স্টান্ট করতে দেখা গিয়েছে। ভিডিওতে যুবককে ট্রেনের ইঞ্জিনে শুয়ে ভ্রমণ করতে দেখা গিয়েছে। ভিডিওতে দেখা যায় তিনি ইঞ্জিনের সামনে সোজা হয়ে শুয়ে আছেন এবং এক হাতে ক্যামেরা ধরে ভিডিও রেকর্ড করছেন।
ভিডিওটি rahul_baba_ki_masti_ নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে। ভিডিওটি দেখার পর মানুষও তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এক ব্যবহারকারী লিখেছেন- পরবর্তী ভিডিও থানায় ক্ষমা চাওয়ার।