Advertisment

Billionaire List: বিশ্বের সেরা ধনীর তালিকায় প্রথম দশে ঠাই পেলেন না আদানি-আম্বানি! শীর্ষে কে?

Billionaire List: সম্প্রতি প্রকাশিত হয়েছে ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স। বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় নাম নেই আদানি-আম্বানির।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
top rich person

প্রথম দশে ঠাই পেলেন না আদানি-আম্বানি!

Top 10 billionaires in December 2024: সম্প্রতি প্রকাশিত হয়েছে ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স। বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় নাম নেই আদানি-আম্বানির। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সে এর তালিকা অনুসারে  শীর্ষ-২ বিলিয়নেয়ারদের সম্মিলিত সম্পদের পরিমাণ ৭০০ বিলিয়ন ডলার। এছাড়া প্রথম ও দ্বিতীয় বিলিয়নেয়ারের সম্পদের পার্থক্যের পরিমাণ  প্রায় ২০০ বিলিয়ন ডলার। 

Advertisment

টেসলা এবং স্পেসএক্সের সিইও ইলন মাস্ক এই তালিকা অনুসারে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তির তালিকায় উঠে এসেছেন। তার মোট সম্পদের পরিমাণ ৪০০ বিলিয়ন ডলার।  ১৪ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত, মাস্কের মোট সম্পত্তি আনুমানিক  ৪৪২ বিলিয়ন ডলার । বিশেষ করে গত মাসে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে জয়লাভের পর সম্প্রতি মাস্কের সম্পত্তির পরিমাণ দ্রুত বৃদ্ধি পেয়েছে। 

দ্বিতীয় স্থানে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২৪৮ বিলিয়ন ডলার। ২০২৪ সালের শুরু থেকে, বেজোসের সম্পত্তি ৭২.১ বিলিয়ন ডলার। তৃতীয় স্থানে রয়েছেন মার্ক জাকারবার্গ। মেটার প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের মোট সম্পত্তির পরিমাণ  যার ২২৪ বিলিয়ন ডলার।

Advertisment

সফটওয়্যার ফার্ম ওরাকলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন বর্তমানে বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি হিসাবে উঠে এসেছেন। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ ১৯৫ বিলিয়ন ডলার। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সে বার্নার্ড আর্নল্ট (১৮১ বিলিয়ন ডলারের সাথে) তালিকায়   পঞ্চম স্থানে রয়েছে।

তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন ল্যারি পেজ (১৭১ বিলিয়ন ডলার)  বিল গেটস এই তালিকার সপ্তম স্থানে রয়েছেন। তার মোট সম্পদের পরিমাণ (১৬৫ বিলিয়ন ডলার), সের্গেই ব্রিন (১৬১ বিলিয়ন ডলারের সাথে) তালিকায় অষ্টম স্থানে রয়েছেন, স্টিভ বলমার (১৫৬ বিলিয়ন ডলার) এই তালিকায় নবম স্থানে রয়েছেন এবং ওয়ারেন বাফেট (১৪৩ বিলিয়ন ডলাররের) মোট সম্পত্তি নিয়ে তালিকায় দশম স্থানে রয়েছেন।  

Richest person
Advertisment