দালের মেহেন্দির 'তুনক তুনক তুন' গানে নেচে ঝড় তুলল চার ভাই

দালের মেহেন্দির এভারগ্রিন হিট গানে নিজেদের কোরিওগ্রাফিতে ভালই সাড়া ফেলে দিয়েছে তারা।

দালের মেহেন্দির এভারগ্রিন হিট গানে নিজেদের কোরিওগ্রাফিতে ভালই সাড়া ফেলে দিয়েছে তারা।

author-image
IE Bangla Web Desk
New Update
daler mehndi, দালের মেহেন্দি, তুনক তুনক তুন

নাচ দেখে উচ্ছ্বসিত নেট দুনিয়া।

দালের মেহেন্দির গানের তালে নাচেননি, এমন জনের সংখ্য়া নেহাতই কম। ডান্স ফ্লোরে ঝড় তোলা দালের মেহেন্দির গানগুলোর মধ্য়ে অন্য়তম 'তুনক তুনক তুন' আবারও চর্চায়। নব্বইয়ের দশকের এই সুপারহিট গানের তালে নেচে রীতিমতো হইচই ফেলে দিয়েছে ৪ ভাই।

Advertisment

দালের মেহেন্দির এভারগ্রিন হিট গানে নিজেদের কোরিওগ্রাফিতে ভালই সাড়া ফেলে দিয়েছে তারা। নাচের ছন্দে ধরা দিয়েছে হিপ-হপ ডান্স ফর্মও। সবমিলিয়ে তাদের ডান্সের ভিডিও সোশ্য়াল মিডিয়ায় রীতিমতো টক অফ দ্য় টাউন। ইতিমধ্য়েই তাদের ভিডিও দেখে ফেলেছেন ৪ মিলিয়ন মানুষ।

আরও পড়ুন: ঠাকুমাকে ষাঁড়ের গুঁতো, বাঁচাল একরত্তি নাতি

Advertisment

'দ্য় উইলিয়ামস ফ্য়ামেলি' নামে টিকটক ও ইনস্টাগ্রামে তাদের প্রোফাইল রয়েছে। যা বেশ জনপ্রিয়। 'আমেরিকাস গট ট্য়ালেন্ট', এনবিসি-র ওয়ার্ল্ড অফ ডান্সের মতো একাধিক প্রতিযোগিতায় অংশ নিয়েছে তারা।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

viral