গলির রাস্তা ধরে হেঁটে আসছেন এক মহিলা। আচমকাই মহিলাকে এক গুঁতোয় ছিটকে ফেলে দিল একটি উন্মত্ত ষাঁড়। ঠাকুমাকে ষাঁড়়ের গুঁতো খেতে দেখেই ছুট্টে এল তাঁর খুদে নাতি। পেল্লায় চেহারার ষাঁড়ের গুঁতো সামলে কোনওরকমে রাস্তায় পড়ে থাকা ঠাকুমাকে তুলল সে। তারপর?
এবার এক গুঁতোয় ঠাকুমা-নাতিকে রাস্তার উপর আছড়ে মারল সেই ষাঁড়। এরপর লাঠি হাতে ছুটে এলেন পড়শিরা। সোশ্য়াল মিডিয়ায় এ ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। বিশেষ করে ঠাকুমার বিপদে যেভাবে ঝাঁপিয়ে পড়েছে বালকটি, তাতে তার প্রশংসায় একেবারে পঞ্চমুখ নেটদুনিয়া।
আরও পড়ুন: রাস্তায় শুয়ে নড়তে পারছে না অজগর, সে এক হুলস্থুল কাণ্ড!
দেখুন ভিডিও:
ভিডিওটি শেয়ার করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, গত ২৮ সেপ্টেম্বর এ ঘটনাটি ঘটেছে হরিয়ানার মহেন্দ্রগড় এলাকায়।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন