Advertisment

Farewell Day Video: অবসরের দিন হাপুস নয়নে অঝোরে কান্না, মহান চিকিৎসকের 'বিদায়বেলা' চোখে জল আনবেই

Farewell Day Video: রোগী থেকে শুরু করে হাসপাতালের কর্মচারী সকলের সেই দৃশ্য দেখে চোখে জল। এমনই এক আবেগঘন ভিডিও সোশ্যাল মিডিয়ায় মানুষের মন জয় করেছে। ভিডিওটি ইতিমধ্যে ২০ লক্ষের বেশ ভিউ অজস্র লাইক, কমেন্টে ভরে উঠেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
aiims dr jeeven singh titiyal farewell day video will make you cry

অবসরের দিন হাপুস নয়নে অঝোরে কান্না, মহান চিকিৎসকের 'বিদায়বেলা' চোখে জল আনবেই Photograph: (ফাইল ছবি)

Farewell Day Video:  অবসরের দিন হাপুস নয়নে অঝোরে কান্না চিকিৎসকের! রোগী থেকে শুরু করে হাসপাতালের কর্মচারী সকলের সেই দৃশ্য দেখে চোখে জল। এমনই এক আবেগঘন ভিডিও সোশ্যাল মিডিয়ায় মানুষের মন জয় করেছে। ভিডিওটি ইতিমধ্যে ২০ লক্ষের বেশ ভিউ অজস্র লাইক, কমেন্টে ভরে উঠেছে। 

Advertisment

হাসপাতালের কর্মচারীরা অবসরের সেদিন চিকিৎসকের চোখের জল মোছাতে পারেন নি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে ভিডিও তাতে পদ্মশ্রী পুরস্কার জয়ী চিকিৎসক তিতিয়ালকে হাসপাতালের সহকর্মীদের সঙ্গে অবসরের শেষ দিনে হাঁটতে দেখা যায়। অঝোরে কেঁদে চলেছেন তিনি। তাঁকে দেখে সকলের চোখে জল। 

অবসর প্রায়ই প্রত্যেকের জন্য এক  আবেগঘন মুহূর্ত, বিশেষ করে যারা তাদের পুরো জীবন পেশার তাগিদে উৎসর্গ করেছেন তাদের জন্য অবসর এক বিশেষ আবেগের। এমনই ঘটনার সাক্ষী থেকেছেন ডঃ জীবন সিং তিতিয়াল, বিখ্যাত ভারতীয় চক্ষুরোগ বিশেষজ্ঞ।  যিনি সম্প্রতি দিল্লির AIIMS থেকে অবসর নিয়েছেন৷ ডাঃ তিতিয়ালের বিদায়ের একটি ভিডিও এখন ভাইরাল হয়েছে। এতে পদ্মশ্রী পুরস্কার বিজয়ী তিতিয়ালকে হাসপাতালে সহকর্মীদের সঙ্গে হাঁটতে দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, ডাঃ তিতিয়ালের সকল সহকর্মী তার জন্য হাততালি দিচ্ছেন। ডঃ তিতিয়ালকে তার সহকর্মীদের জড়িয়ে ধরে বিদায় জানাতে দেখা যায়। তিতিয়াল ৪৬ বছরের কর্মজীবনে অজস্র ইতিহাস গড়েছেন। ভিডিওতে দেখা যায়, চিকিৎসকের চোখ দিয়ে অঝোর ধারায় জল গড়িয়ে পড়ছে। তিনি চেষ্টা করেও  আবেগ নিয়ন্ত্রণ করতে পারছেন না। হৃদয় ছুঁয়ে যাওয়া এই ভিডিওতে দেখা যায়, বিদায়ের সময় স্পষ্টতই আবেগপ্রবণ হয়ে সহকর্মী ডাক্তারবাবুরাও চোখের জল মুছছেন।

Advertisment

ভিডিওটি এখনো পর্যন্ত ২০ লক্ষের বেশি ভিউ হয়েছে। অনেক ব্যবহারকারী মন্তব্যে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। কিছু ব্যবহারকারী ব্যক্তিগতভাবে তার সাথে দেখা করার অভিজ্ঞতাও শেয়ার করেছেন এবং তার আচরণ এবং চিকিৎসক হিসাবে দক্ষতার প্রশংসা করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, "ডাক্তার এবং শিক্ষকরা কখনই অবসর নেন না।"

ডাঃ জে এস তিতিয়াল সফলভাবে লাইভ কর্নিয়া ট্রান্সপ্লান্ট সার্জারি করা  প্রথম ভারতীয় চিকিৎসক হিসাবে পরিচিত। ২০১৪  সালে, তাকে চিকিৎসা ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য পদ্মশ্রী প্রদান করা হয়।

Trending News Trending
Advertisment