Advertisment

Jessica Chaiwala: 'ডলি চাইওয়ালা' হয়ে উঠতে মগ্ন এই মার্কিন মহিলা, ভারতীয় স্টাইলে চা বানিয়ে চমক!

Jessica Chaiwala: 'ডলি চাইওয়ালা' হয়ে উঠতে মগ্ন এই মার্কিন মহিলা! সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে এক মার্কিন মহিলার ভিডিও। ভিডিওতে জেসিকা নামে এক মার্কিন মহিলা ডলি চাওয়ালার থেকে অনুপ্রাণিত হয়ে তার স্টাইল নকল করতে দেখা যায়।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
'ডলি চাইওয়ালা' হয়ে উঠতে মগ্ন এই মার্কিন মহিলা!

'ডলি চাইওয়ালা' হয়ে উঠতে মগ্ন এই মার্কিন মহিলা!

Jessica Chaiwala: 'ডলি চাইওয়ালা' হয়ে উঠতে মগ্ন এই মার্কিন মহিলা! সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে এক মার্কিন মহিলার ভিডিও। ভিডিওতে জেসিকা নামে এক মার্কিন মহিলা ডলি চাওয়ালার থেকে অনুপ্রাণিত হয়ে তার স্টাইল নকল করতে দেখা যায়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে এই ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে। মার্কিন মহিলার সেরা স্টাইলকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা।  

Advertisment

'ডলি চাওয়ালা'র ক্রেজ ভারত ছাড়িয়ে এখন বিদেশেও ছড়িয়ে পড়েছে।  ডলি চাইওয়ালার ফ্যান ফলোয়িং কোনো সেলিব্রেটির থেকে কম নয়। এখন এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যাতে এক মহিলাকে 'ডলি চাইওয়ালা'কে  নকল করতে দেখা যায়। 

জার্মানির ইঞ্জিনিয়ার ভিক্ষা করছেন রাস্তায়-রাস্তায়, কারণ জানলে চমকে যাবেন

ভিডিওটি @the_vernekar_family নামে একটি অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। ভিডিওটিতে আপনি মার্কিন মহিলাকে "চা, চা, সিঙ্গারা, সিঙ্গারা, ভাজি-ভাজ্জি,  চাটনি-চাটনি" বলতে দেখা যায়। তার এই কাজ দেখে তার স্বামী একটু রেগে গেলেও মহিলা তার কাজ চালিয়ে যায়। ভিডিওটি মানুষজন দারুণ পছন্দ করেছেন। ভিডিওতে দেখা যায়, ওই মহিলার কর্মকাণ্ড দেখে মহিলার স্বামী তাকে জিজ্ঞেস করেন, তিনি  ‘ডলি চাইওয়ালা’ হতে চান কিনা। এর উত্তরে মহিলাটি বলেছিলেন যে তিনি নিজেকে "জেসিকা চাইওয়ালা" বলে মনে করেন। শুধু তাই নয়, নিজের চা বানানোর স্টাইল ও রেসিপিও জানিয়েছেন তিনি। 

DOLLY AMERICAN CHAI WALI 😜😜😜😜 #trending #funny #reel

Posted by Vernekar's in America on Monday, November 4, 2024

সোশ্যাল মিডিয়ায় মার্কিন মহিলার ভিডিওটি ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। ভিডিওটির ক্যাপশন দেওয়া হয়েছে "ডলি আমেরিকান চাইওয়ালা"। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ভিডিওটিতে নানান মন্তব্য করেছেন। পোস্টটিতে মন্তব্য করে একজন ব্যবহারকারী লিখেছেন, "আপনার চা অসাধারণ!" সেই সঙ্গে এক ব্যবহারকারী লিখেছেন, আপনি কীভাবে এত সহজে ভারতীয় সংস্কৃতিকে আপন করে ফেললেন?

খাস কলকাতার মেট্রোয় বাংলাভাষীকে অপমান,ঝড়ের বেগে আলোড়ণ ফেলল এই ভিডিও

viral
Advertisment