New Update
/indian-express-bangla/media/media_files/2024/11/24/mrDuN7nSgHizW9oRy6zZ.jpg)
জার্মানির ইঞ্জিনিয়ার ভিক্ষা করছেন রাস্তায়-রাস্তায়, কারণ জানলে চমকে যাবেন
Bengaluru engineer begs street viral video: পৃথিবীতে কোন কিছুই অসম্ভব নয়, কথায় আছে, আজ যে রাজা কাল সেই ফকির! এমনই এক জলজ্যান্ত উদাহরণ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিক্ষা করছেন রাস্তায় রাস্তায়।
জার্মানির ইঞ্জিনিয়ার ভিক্ষা করছেন রাস্তায়-রাস্তায়, কারণ জানলে চমকে যাবেন
Bengaluru engineer begs street viral video: জার্মানির ইঞ্জিনিয়ার ভিক্ষা করছেন রাস্তায়! ভিডিও ভাইরাল হতেই শোরগোল নেটপাড়ায়। পৃথিবীতে কোন কিছুই অসম্ভব নয়, কথায় আছে, আজ যে রাজা কাল সেই ফকির! এমনই এক জলজ্যান্ত উদাহরণ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিক্ষা করছেন রাস্তায় রাস্তায়।
জুবিনের মিমিক্রি! রাতারাতি শোরগোল ফেললেন পাকিস্তানের এই যুবক
বেঙ্গালুরুর রাস্তায় এক ব্যক্তির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে। ভিডিওতে দাবি করা হচ্ছে তিনি জার্মানিতে ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত ছিলেন। লক্ষাধিক টাকা বেতন পেতেন তিনি। ভাগ্যের নির্মম পরিণতিতে সেই ব্যক্তি আজ রাস্তায় ভিক্ষা করছেন। সোশ্যাল মিডিয়ায় এক কনটেন্ট ক্রিয়েটরের শেয়ার করা এই পোস্ট দেখে হতবাক নেটপাড়া।
sharath_yuvaraja_official Instagram অ্যাকাউন্টে শেয়ার করা ভিডিওতে, দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর রাস্তায় ভিক্ষা করা এক ব্যক্তির কাছে আসেন, তার পরনে ছিল লাল টি-শার্ট এবং জিন্স। গালে দাড়ি। কিছু অস্বাভাবিক লাগছে ওই ব্যক্তিকে। দেখে মনে হচ্ছে অনেক দিন কিছু খাননি তিনি। এই ব্যক্তির সঙ্গে কথা বলা শুরু করেন যুবক। তার প্রশ্নের উত্তরে সাবলীল ভাবে ওই ব্যক্তিকে ইংরেজিতে কথা বলতেও শোনা যায়।
খাস কলকাতার মেট্রোয় বাংলাভাষীকে অপমান,ঝড়ের বেগে আলোড়ণ ফেলল এই ভিডিও
প্রশ্নের উত্তরে তিনি বলেন যে তিনি একসময় ইঞ্জিনিয়ার হিসাবে জার্মানিতে কর্মরত ছিলেন। বেঙ্গালুরুতে একাধিক নামী সংস্থায় কাজ করেছেন তিনি। তবে বাবা-মা মারা গেলে তিনি বাড়ি ফিরে আসেন। বাবা-মায়ের মৃত্যু যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি অ্যালকোহলে আসক্ত হয়ে পড়েন। যার কারণে সঞ্চয়, বাড়ি সবই বিক্রি করে আজ রাস্তায় ভিখারি তিনি। ইঞ্জিনিয়ারের এই করুন পরিণতিতে দুঃখ প্রকাশ করেছেন নেটিজেনরা। কেউ কেউ কমেন্টে বলেছেন, আমাদের সবার জন্য এক বড় শিক্ষা।