‘আনন্দের চোখে’ ভারতীয় মহিলা সেনা চিকিৎসক! কর্মকাণ্ডকে কুর্নিশ তামাম বিশ্বের মানুষের  

প্রকৃতির এই ধ্বংসলীলার মাঝে এমন কিছু ভিজ্যুয়ালও আমাদের মনে আশার আলো সঞ্চার করছে ।

প্রকৃতির এই ধ্বংসলীলার মাঝে এমন কিছু ভিজ্যুয়ালও আমাদের মনে আশার আলো সঞ্চার করছে ।

author-image
IE Bangla Web Desk
New Update
Anand Mahindra , ইন্ডিয়ান আর্মি

এক ছবি যা জয় করেছে তামাম বিশ্বের মন। ভারতীয় সেনা চিকিৎসকের ছবি শেয়ার করে আনন্দ মাহিন্দ্রা লিখেছেন ‘বিশ্বে ভারতের ভাবমূর্তি’। ভূমিকম্প-বিধ্বস্ত তুরস্ক এবং সিরিয়া। মৃত্যুর সংখ্যা ছুঁয়েছে ৪১ হাজার। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কিছু হৃদয় বিদারক দৃশ্য। প্রকৃতির এই ধ্বংসলীলার মাঝে এমন কিছু ভিজ্যুয়ালও আমাদের মনে আশার আলো সঞ্চার করছে।

Advertisment

এমনই একটি ছবি ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে। ভারতীয় সেনা চিকিৎসক বীনা তিওয়ারির এক ছবি জয় করেছে লাখ মানুষের মন। বিশ্বের সামনে দৃষ্টান্ত স্থাপন করেছে ভারত। সেনা চিকিৎসক বীনা তিওয়ারি বর্তমানে ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে অসহায় মানুষজনদের পরিষেবা দিতে প্রাণপাত করছেন। সেনাবাহিনীর তুরস্কের হাসপাতালে মোতায়েন রয়েছেন তিনি। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া একটি ছোট্ট মেয়ের সঙ্গে বীনার একটি ছবি ভাইরাল হয়েছে এবং ছবিটি আনন্দ মাহিন্দ্রারও দৃষ্টি আকর্ষণ করেছে। ৬৭ বছর বয়সী শিল্পপতি ছবিটি শেয়ার করেছেন এবং লিখেছেন যে "দৃষ্টান্ত গড়ল ভারত। বিশ্বব্যাপী এমন ছবি আশা করি "।

আরও পড়ুন: < প্রতিবন্ধকতাকে জয় করেই সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত সফল, দুর্ঘটনা কাড়ল প্রাণ বাংলার জনপ্রিয় ইউটিউবারের >

Advertisment

ছবিতে দেখা যাচ্ছে সেনা হাসপাতালে ছোট্ট মেয়েটির সঙ্গে ডাঃ বীনা তিওয়ারি। ছবিটি নেটিজেনদের মন জয় করেছে। একজন ইউজার লিখেছেন, “আমাদের সেনাবাহিনীকে স্যালুট। অন্য একজন ব্যবহারকারী লিখেছেন “জাতি হিসেবে আমাদের সবচেয়ে বড় অর্জনগুলোর একটি হল আমাদের দ্বিতীয় বৃহত্তম সশস্ত্র বাহিনী। সারা বিশ্ব তাদের এই কাজের জন্য প্রশংসায় মুখ খুলেছে।” গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় আঘাত আনে প্রবল ভূমিকম্প। ৭.৮ মাত্রার ভূমিকম্পের পর এক সপ্তাহেরও বেশি সময় হয়েছে, মৃতের সংখ্যা ৪০,০০০ ছাড়িয়েছে।

Turkey Earthquake Indian army Ananda mahindra