Advertisment

এ কী কাণ্ড! অঙ্কুশের মুখের বিস্কুট কেড়ে খেল কুকুর!

পোষ্য়ের সঙ্গে এমন খুনসুটির মুহূর্ত ইনস্টাগ্রামে শেয়ার করতেই হেসে লুটোপুটি হয়েছেন নেটাগরিকরা।

author-image
IE Bangla Web Desk
New Update
ankush, অঙ্কুশ, অক্শুশের ইনস্টাগ্রাম পোস্ট

সেই মুহূর্ত। ছবি: ইনস্টাগ্রাম।

বিছানায় আয়েস করে বসে সবে মাত্র বিস্কুটে হাল্কা করে কামড় দিয়েছেন, কয়েক সেকেন্ডের মধ্য়ে সেই বিস্কুট একেবারে ছিনিয়ে খেয়ে নিল সে। যাঁর মুখের গ্রাস এভাবে কেড়ে নেওয়া হল, তিনি টলিউডের স্টার অঙ্কুশ। আর যিনি পর্দার নায়কের বিস্কুট কেড়ে নিলেন, তিনি অভিনেতার প্রিয় পোষ্য়, একটা মিষ্টি সারমেয়।

Advertisment

পোষ্য়ের সঙ্গে এমন খুনসুটির মুহূর্ত ইনস্টাগ্রামে শেয়ার করতেই হেসে লুটোপুটি হয়েছেন নেটাগরিকরা। ভিডিওটি পোস্ট করে টলি হিরো লিখেছেন, '' আমি কি আমার নিজের একটা জীবন পেতে পারি?''

View this post on Instagram

Can i have a life of my own? ????????

A post shared by Ankush (@ankush.official) on

আরও দেখুন: বালকের ভাংরা নাচ দেখে কুকুরগুলো যা করল, দেখলে চমকে যাবেন

মুখ থেকে অমনভাবে বিস্কুট কেড়ে নেওয়ায় অঙ্কুশের এক্সপ্রেশনে মজেছেন তাঁর অনেক ভক্তরাই। ভিডিও-র একেবারে শেষ মুহূর্তে পোষ্য়ের সঙ্গে নায়কের চোখাচুখিও নজর কেড়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

viral
Advertisment