বালকের ভাংরা নাচ দেখে কুকুরগুলো যা করল, দেখলে চমকে যাবেন

এমন দৃশ্য় ভাইরাল হয়ে গিয়েছে সোশ্য়াল মিডিয়ায়। ২ লাখেরও বেশি মানুষ এই মজার মুহূর্ত চেটেপুটে উপভোগ করেছেন।

এমন দৃশ্য় ভাইরাল হয়ে গিয়েছে সোশ্য়াল মিডিয়ায়। ২ লাখেরও বেশি মানুষ এই মজার মুহূর্ত চেটেপুটে উপভোগ করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
bhangra, ভাংরা, শিখ বালকের ভাংরা নাচ

ছবি: টুইটার।

বাড়ির গেটের সামনে একেবারে যেন অতন্দ্র প্রহরীতে দাঁড়িয়ে ফুটফুটে দুটি কুকুর ছানা। গেটের ওপারে একরত্তি বালক। আচকমাই গেটের বাইরে কুকুরগুলোকে দেখিয়ে দেখিয়ে ভাংরা নাচল শিখ বালক। আর তা দেখে সে কি লম্পঝম্প কুকুরগুলোর! ঘেউ ঘেউ শব্দে যেন কান পাতা দায়!

Advertisment

শিখ বালকের ভাংরা নাচ দেখে কুকুরগুলোর অমন চিৎকারে হইচই পড়ে গিয়েছে নেট দুনিয়ায়। এমন দৃশ্য় ভাইরাল হয়ে গিয়েছে সোশ্য়াল মিডিয়ায়। ২ লাখেরও বেশি মানুষ এই মজার মুহূর্ত চেটেপুটে উপভোগ করেছেন।

Advertisment

দেখুন :দালের মেহেন্দির ‘তুনক তুনক তুন’ গানে নেচে ঝড় তুলল চার ভাই

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

viral