সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে মৃত্যু হল সেনা-কুকুর অ্যাক্সেল। চোখের জলে 'অ্যাক্সেল'কে শেষ বিদায় জানাল ভারতীয় সেনা। রবিবার কাশ্মীরের বারামুল্লা জেলায় এক পাক সন্ত্রাসবাদীর ছোঁড়া গুলিতে মৃত্যু হয় সেনা-কুকুরের। এদিন সকালে কাশ্মীরের বারামুল্লা জেলায় তিন সন্ত্রাসবাদী লুকিয়ে থাকার খবর মেলে। গোটা এলাকা ঘিরে ফেলে সেনাবাহিনী। সঙ্গে ছিল সেনাকুকুর 'অ্যাক্সেল'ও।
Advertisment
মাত্র ২ বছর বয়সেই সেনার সঙ্গে জঙ্গিদমন অভিযানে বেশ পারদর্শী অ্যাক্সেলও। সেনা সূত্র জানিয়েছে 'অ্যাক্সেলের' সঙ্গে এই অভিযানে ছিল আরও এক সেনা কুকুর 'বাজাজ'ও। যে বাড়িতে জঙ্গিরা লুকিয়ে ছিল সেখানে প্রথমে পাঠান হয় 'বাজাজ'কে। কিন্তু সন্ত্রাসবাদীদের খোঁজ না পেয়ে ফিরে আসে 'বাজাজ'। এরপরেই 'অ্যাক্সেলে'র শরীরের ক্যামেরা লাগিয়ে সেই বাড়িতেই প্রবেশ করান হয়। বিপদ বুঝে এলোপাথারি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। এরপরেই সেনাও পাল্টা গুলি চালাতে শুরু করে।
অভিযান শেষের পর উদ্ধার করা হয় অ্যাক্সেলের নিথর দেহ। সেনা সূত্র জানায় 'অ্যাক্সেলে'র দেহে মোট তিনটি গুলি লাগে। ঘটনাস্থলেই প্রাণ হারায় সে। 'অ্যাক্সেল' গুলিবিদ্ধ হওয়ার পরও এক সন্ত্রাসবাদীকে জড়িয়ে ধরে মারণ কামড়ও দেয়। সেনা সূত্র জানায় যে অ্যাক্সেলের সাহসিকতায় প্রাণ বাঁচে ২ সেনা কর্মীর। সার্ভিসে থাকাকালীন তার নম্বর ছিল '74B7'।