উৎসবের মরশুমে বিজ্ঞাপনে ধর্মীয় ঐক্য়ের ছবি তুলে ধরে বিপাকে পড়ল টাইটান গ্রুপের বিখ্য়াত গয়না প্রস্তুতকারক সংস্থা তানিশক। বিজ্ঞাপনে হিন্দু-মুসলমান একতার ছবি তুলে ধরার নামে 'লভ জিহাদের' তত্ত্ব প্রচার করার অভিযোগ উঠল নেটপাড়ায়। এমন অভিযোগ তুলে ওই সংস্থার গয়না বয়কট করার ডাক দিলেন এক শ্রেণির মানুষ। বয়কটের ধাক্কায় শেষে 'বাধ্য় হয়েই' সম্প্রীতির বার্তাবহ বিজ্ঞাপনটি সরিয়ে নিল ওই সংস্থা।
কী ছিল বিজ্ঞাপনটি?
বিজ্ঞাপনে দেখানো হয়েছে, মুসলিম পরিবারে বিয়ে হয়ে আসা এক হিন্দু মহিলা গর্ভবতী। তাঁর সাধভক্ষণের অনুষ্ঠান উপলক্ষে বাড়িতে সাজ সাজ রব। হাত ধরে তাঁকে অনুষ্ঠানে নিয়ে আসছেন শাশুড়ি মা। মুসলিম পরিবারে সাধভক্ষণের অনুষ্ঠানে হিন্দু রীতি দেখে চমকে উঠে পুত্রবধূ শাশুড়ির উদ্দেশে বললেন, ''আপনাদের তো এসব রীতি নেই!'' বৌমার কথায় শাশুড়ি বললেন, ''মেয়েকে খুশি করার রীতি সব জায়গাতেই রয়েছে''।
এই ভিডিও সামনে আসার পরই গর্জে ওঠেন এক শ্রেণির নেটাগরিক। তাঁদের অভিযোগ, আদতে এই বিজ্ঞাপনের মাধ্য়মে লভ জিহাদের তত্ত্ব প্রচার করা হচ্ছে। তারপরই নেট দুনিয়ায় ওই ব্র্য়ান্ডকে বয়কট করার ডাক ওঠে। তীব্র সমালোচনার জেরে শেষমেশ বিজ্ঞাপনটি সরিয়ে নেয় সংস্থা। এ প্রসঙ্গে সংস্থার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, অনিচ্ছাকৃতভাবে সংবেদনশীল অনুভূতি নিয়ে এমন কাজ করায় আমরা দুঃখিত। আমাদের কর্মী, স্টোর স্টাফ ও অংশীদারীদের ভাবাবেগে আঘাত হানতে পারে, এদিকটি মাথায় রেখে ভিডিওটি সরিয়ে নেওয়া হয়েছে।
Why are you showing a Hindu "daughter in law" to a muslim family and glorifying it?
Why dont you show a Muslim daughter in law in your ads with a Hindu family?
Look like you are promoting #LoveJihad & favouring a particular Faith only...#BoycottTanishq
— khemchand sharma #IStandWithFarmersBill (@SharmaKhemchand) October 12, 2020
তানিশকে বয়কট করার ডাক দিয়ে বিজেপি নেতা খেমচাঁদ শর্মা টুইটারে লিখেছেন, ''মুসলিম পরিবারে কেন হিন্দু পুত্রবধূকে দেখাচ্ছেন? আর সেটাকে মহিমান্বিত করা হচ্ছে কেন? কেন আপনাদের বিজ্ঞাপনে হিন্দু পরিবারে মুসলিম পুত্রবধূকে দেখাননি? মনে হচ্ছে যেন, আপনারা লভ জিহাদের প্রচার করছেন''।
আরও পড়ুন: ‘নাগাল্যান্ড ভারতের বাইরে’, মন্তব্যর পর ক্ষমা চাইল ফ্লিপকার্ট
এদিকে, ভারতের মতো সর্বধর্মসমন্বয়ের দেশে এমন ধর্মীয় ঐক্য়ের ছবিই তো বাঞ্ছনীয়। ধর্মীয় ঐক্য়ের প্রচার করায় যেভাবে ওই গয়না প্রস্তুতকারক সংস্থাকে বয়কটের মুখে পড়তে হয়েছে, তার নিন্দা জানিয়ে সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ।
So Hindutva bigots have called for a boycott of @TanishqJewelry for highlighting Hindu-Muslim unity through this beautiful ad. If Hindu-Muslim “ekatvam” irks them so much, why don’t they boycott the longest surviving symbol of Hindu-Muslim unity in the world -- India? pic.twitter.com/cV0LpWzjda
— Shashi Tharoor (@ShashiTharoor) October 13, 2020
কংগ্রেস সাংসদ শশী থারুর লিখেছেন, '' হিন্দু-মুসলিম একতাকে নিয়ে সুন্দর বিজ্ঞাপনের জন্য় হিন্দুত্ববাদী ধর্মান্ধরাই তানিশক জুয়েলারিকে বয়কট করেছে। যদি হিন্দু-মুসলিম একতা তাঁদের এতই বিরক্তি লাগে, তবে বিশ্বে ভারতের হিন্দু-মুসলিম ঐক্য়ের দীর্ঘদিনের প্রতীককে বয়কট করছেন না কেন?''
বিজ্ঞাপনটিকে সাধুবাদ জানিয়ে বাংলা সিনেমার পরিচালক সৃজিত মুখোপাধ্য়ায় টুইটারে লিখেছেন, ''কী দারুণ বিজ্ঞাপনটি...''। দেখে নিন, বিজ্ঞাপনটি সম্পর্কে আর কে কী বলেছেন...
I wonder what Mahatma Gandhi would have said about #Tanishq ad?
A man who we call father of the nation, a man who we think is so important we print him on every currency note to remind ourselves of him, a man who helped create India.
I wonder why we don't listen to him anymore?
— Chetan Bhagat (@chetan_bhagat) October 13, 2020
LOL, we live in a time when an ad is withdrawn for literally *promoting* communal harmony. And we think COVID-19 is India’s deadliest virus right now. #Tanishq
— Aniruddha Guha (@AniGuha) October 13, 2020
What a lovely ad. What a lovely country. Oh wait...what? https://t.co/aF4fGITfmH
— Srijit Mukherji (@srijitspeaketh) October 13, 2020
Thank you for making us notice the beautiful #tanishq ad dear trolls ! pic.twitter.com/Wev3VSaiCw
— shamina shafiq (@shaminaaaa) October 12, 2020
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন