New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/viral-3.jpg)
সাপের এই প্রজাতি জলে থাকতেই ভালবাসে। তবে দুদিনে একই জায়গা থেকে দুটো পাইথন কখনও উদ্ধার করেনি তারা।
একদিন নয়, পর পর দুদিন বাথরুমে বিশালাকার পাইথন দেখে আঁতকে উঠেছিল অস্ট্রেলিয়ান মহিলা নিকোলা। পরবর্তী কালে পেশাদার সাপুড়ে ডেকে সাপটিকে উদ্ধার করা হয় বাথরুম থেকে।
নিকোলা জানিয়েছে, ৪ অক্টোবর বাড়িতে কাজ থেকে ফেরার পর বাথরুমে যাওয়ার পর চোখে পরে তার কমোডে বসে আছে বিশালাকার পাইথন। সেদিনই তাকে বের করে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। পরের দিন বাথরুমে যাওয়ার পর চোখে পর বেসিনের ওপর বসে আছে একই দৈর্ঘ্যের আরও একটি পাইথন। সাঁপুড়ে জানিয়েছেন, সাপের এই প্রজাতি জলে থাকতেই ভালবাসে। তবে দুদিনে একই জায়গা থেকে দুটো সাপ কখনও উদ্ধার করেনি তারা।
আরও পড়ুন: এবার ডান্সিং দিদা’র ভাসান নাচে সেনসেশন সোশাল মিডিয়ায়
Read the full story in English