New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/VIRAL-4.jpg)
বয়স পঁচাশি ঊর্ধ্ব, নাম শিপ্রা গরগরি। বাস শ্রীরামপুর। ইনি গরগরি বাড়ির গিন্নি। দশমীর দিন বাড়ির ঠাকুর বিসর্জন দিতে যাচ্ছিলেন। ঢাক কাঁসর ঘণ্টায় নিজেকে আর ধরে রাখতে পারেননি। কোমোর দুলিয়ে মনের আনন্দে বাঁধনহীন গরগরি গিন্নি। ভাবলেশহীন ভাবে নেচে গেলেন তিনি। এই নাচের ভিডিও ভাইরাল সোশাল মিডিয়ায়।
আরও পড়ুন: খালি গলায় উচ্চাঙ্গ সঙ্গীত, বুলেটের গতিতে ভাইরাল ভিডিও
বয়সের কথা ভুলে গিয়েছিলেন শিপ্রা দেবী। ভাসান নাচের মেতে উঠেছিলেন তিনি। যা দেখে তাজ্জব সোশাল মিডিয়া। শেয়ার কমেন্ট লাইকের ঝড় বয়ে যাচ্ছে। দশমীর আমেজকে চনমনে রাখতে 'ডান্সিং দিদা'র ভিডিও দেখতেই হবে।
আরও পড়ুন: দুঃখজনক ! ১০৪টি প্লাস্টিকের টুকরো খেয়ে মৃত্যু শিশু কচ্ছপের
২০১৮'এ বছর ৪৬-এর সঞ্জীব শ্রীবাস্তব ‘আপ কে আ জানে সে’র তালে তালে কোমর সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে পরে। রাতারাতি ইন্টারনেটের সেনসেশন বানিয়ে দেয় তাকে। উপাধি পান ‘ডান্সিং আঙ্কেল’। ১২ মে গোয়ালিয়রে আত্মীয়ের বিয়েতে নেচেই হিট হয়ে যান তিনি।