New Update
/indian-express-bangla/media/media_files/2025/06/06/y0omEK8mekgW2ZvAnz35.jpg)
মা হলেন অহনা
Ahona Dutta Baby News: অপেক্ষার অবসান। দুই থেকে তিন হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা দত্ত। পুত্র না কন্যা সন্তানের মা হলেন অনুরাগের ছোঁয়া খ্যাত মিশকা?
মা হলেন অহনা
Ahona Dutta: দীর্ঘ অপেক্ষার অবসান। দুই থেকে তিন হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা দত্ত। অনুরাগের ছোঁয়ার 'খলনায়িকা' মিশকার জীবনে ছোট্ট সোনার আগমন। কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী অহনা। এই দিনটার জন্যই এতদিন অধীর আগ্রহে অপেক্ষা করে ছিলেন। অবশেষে এল সেই শুভক্ষণ। খুশির আমেজ অহনা-দীপঙ্করের সংসারে। অন্তঃসত্ত্বার প্রতিটি মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। কখনও পোষ্য মিষ্টির সঙ্গে সময় কাটানো তো কখনও আবার প্রেগন্যান্ট স্ত্রীর মুখে স্বাদ থাকায় নিজের হাতে রান্না করে খাওয়াচ্ছেন দীপঙ্কর। এভাবেই প্রেগন্যান্সির আনন্দ উপভোগ করেছেন অহনা। এখন শুরু হল জীবনের নতুন ইনিংস। একরত্তির সঙ্গে নতুন জার্নিতে 'মা' অহনার আনন্দ উপভোগের মুহূর্তের অপেক্ষায় ভক্তরা।
সন্তানকে কী ভাবে লালন করবেন? মম টু বি অহনা বলেন, 'আপাতত প্রাথমিক চিন্তা ওকে সামলাব কী করে। আমাকে তো টিপস দেওয়ার মতো কেউ নেই। যা করতে হবে নিজেকে, দীপঙ্কর আছে। বাচ্চা সামলে কাজে ফেরাটাও একটা চিন্তার বিষয়। এখন এগুলোই মাথায় ঘুরছে। একটু বড় হলে তখন পেরেন্টিং নিয়ে ভাবনাচিন্তা করব। তবে একটা বিষয় আমরা দুজনেই খেয়াল রাখব। সন্তানকে যেন একটা সুস্থ পরিবেশ দিতে পারি। দীপঙ্কর বলে, ভাল-খারাপ নিয়েই জীবনে চলতে শেখাবে। বেশি আতুপুতু করা উচিত নয়।'
কোল আলো করে এসেছে কন্যা সন্তান। আনন্দ ধরছে না তাঁদের। অল্প বয়সে মা হওয়ার এই অনুভূতি অসামান্য। আর অভিনেত্রী নিজের সমাজ মাধ্যমে পোস্ট করলেন নতুন জীবনের খবর। হাতে ছোট্ট একতা প্ল্যাকার্ড - যেখানে লেখা "এসো মা লক্ষ্মী, বসো ঘরে। এভাবেই রাজকন্যাকে স্বাগত জানালেন অভিনেত্রী| সেই সঙ্গে মা বাবা হিসেবে নতুন পরিচয়পত্রে নাম লেখালেন সেলেব দম্পতি| যেখানে লেখা, নতুন চরিত্রে আমরা মা ও বাবা।
অন্যদিকে, অভিনেত্রীর স্বামী সমাজ মাধ্যমে পোস্ট করেছেন ছোট্ট একটা শব্দ, যাতে মিশে আছে আসমুদ্র হিমাচলের ভালবাসা- 'মা'... বাঙালি পরিবারে বাবারা ভালবেসে মেয়েদের মা বলেই ডাকেন। তিনি এই পোস্টের মাধ্যমে জানিয়ে দিলেন মেয়ের বাবা হয়েছেন তিনি। অভিনব কায়দায় দীপঙ্করের পিতৃতন্ত্রের আনন্দ উদযাপনের তারিফ করেছে নেটভুবন|