একটি গানেই জীবন ঘুরেছে। কুঁড়ে ঘর থেকে রাজপ্রাসাদের মত বাড়ি। সোশ্যাল মিডিয়ার কী কেরামতি! গ্রামে গ্রামে ঘুরে বাদাম বিক্রি করতেন ভুবন বাদ্যকর। রাতারাতি উত্থান কাঁচা বাদাম গানের হাত ধরেই। বিলাসিতা এখন যার পরতে পরতে! গাড়ি কিনেছিলেন আগেই। বাড়িও বানিয়েছেন, এবার সত্তর হাজার টাকার আইফোন হাতে এল বাদাম কাকুর। বাদাম কাকুর লাইফস্টাইল এখন চমকে ওঠার মতই।
Advertisment
‘কাঁচা বাদামের’ পরেও আরও গান গেয়েছেন ভুবন। তবে কাঁচা বাদামের কাছাকাছি পৌঁছাতে পারেনি কোনটাই। পুরনো মাটির বাড়ি ছেড়ে নতুন পাকা বাড়িতে থাকছেন এখন তিনি। অবশ্য সেটাকে বাড়ি না বলে অট্টালিকা বলাই ভাল। ৬ লাখ টাকা খরচ করে দো’তলা বাড়ির অন্দর সজ্জা তাক লাগাতে বাধ্য। এবার সরাসরি হাতে এল আইফোন ১৩। সুদূর দিল্লি থেকে নয়া এই আইফোন উপহার পেয়েছেন ভুবনবাবু। আর আইফোন হাতে পেয়ে উচ্ছ্বসিত ভুবন গেয়ে ফেললেন, ‘বাদাম বেচে খাই… বাদামের তুলনা দুনিয়াতে নাই’! সেই সঙ্গে ভুবনের সাফ জবাব সবই গোবিন্দ’র ইচ্ছা।
যদিও আইফোন ব্যবহারে এখনও সড়গড় হয়ে উঠতে পারেননি ভুবন বাবু। আইফোনে তার নিজের গানের ভিডিও দেখেই সময় কাটাচ্ছেন তিনি। ভাঙ্গা মোবাইল ছেড়ে হাতে আইফোন পেয়ে গালেও চওড়া হাসি ভুবন বাবুর। তাঁর বক্তব্য, ‘‘ভালবাসা দিয়েই আমি একটি আইফোন উপহার পেয়েছি। তাতে খুব খুশি হয়েছি। আমি এটা ভাবতে পারিনি। দিল্লির এক ব্যক্তি আমাকে এই উপহার দিয়েছেন। আমার গান শুনে তাঁর ভাল লেগেছে”।
কোথা থেকে এল এই আইফোন নিজেই পর্দা ফাঁস করলেন তাঁর ইউটিউব চ্যানেলে। ভুবন বাবু জানিয়েছে, দিল্লিতে একটি অনুষ্ঠান করতে গিয়েছিলেন্, সেখানেই এক ভক্ত তাকে এই আইফোন উপহার দেন। ফোনটি সকলের সামনেই বার করে দেখিয়েছেন তিনি। ক্যামেরা এবং ফোনের পারফরমেন্স নিয়ে গুণ গানও শোনা গিয়েছে ভুবনের গলায়। তার আধো হিন্দি শুনে হেসে খুন নেটিজেনরা।