Advertisment

Poco C75 and Poco M7 Pro : সবচেয়ে সস্তার 5G স্মার্টফোন! বর্ষশেষে এবার বিরাট ধামাকা

Poco C75 and Poco M7 Pro : ভারতের বাজারে লঞ্চ হল Poco C75 এবং Poco M7 Pro । Poco C75-এ রয়েছে Snapdragon 4s Gen 2 প্রসেসর, দুর্দান্ত ক্যামেরা।

author-image
IE Bangla Tech Desk
New Update
Poco M7 Pro 5G Launched in India

সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন! বর্ষশেষে বিরাট ধামাক POCO-এর

Poco C75 and Poco M7 Pro :  সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন! বর্ষশেষে বিরাট ধামাক POCO-এর।  ভারতের বাজারে লঞ্চ হল Poco C75 এবং Poco M7 Pro । Poco C75-এ রয়েছে Snapdragon 4s Gen 2 প্রসেসর, দুর্দান্ত ক্যামেরা। 

Advertisment

Xiaomi এর ব্র্যান্ড Poco ভারতে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে Poco C75 এবং Poco M7 Pro। M7 Pro হল Poco-এর M সিরিজের অংশ, যেটিতে আরও ভাল ডিসপ্লে এবং ডুয়েল স্পিকার রয়েছে। এই স্মার্টফোনে রয়েছে  ডলবি অ্যাটমস সাপোর্ট। অন্যদিকে, Poco C75, C সিরিজের অধীনে লঞ্চ করা হয়েছে এবং এতে রয়েছে Snapdragon 4s Gen 2 প্রসেসর এবং ডুয়াল ক্যামেরা। 

6GB RAM এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্ট  সহ Poco M7 Pro মডেলটি মাত্র 13,999 টাকায় লঞ্চ করা হয়েছে। যেখানে 8GB RAM এবং 256GB স্টোরেজ সহ টপ ভেরিয়েন্টের দাম 15,999 টাকা। অপরদিকে Poco C75 কেবল একটি মাত্র ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে  4GB RAM এবং 64GB স্টোরেজ সহ Poco C75 -এর দাম  7,999 টাকা। আগামী ২০ ডিসেম্বর থেকে ফ্লিপকার্টে শুরু হচ্ছে এই দুটি মডেলের বিক্রি। 

Advertisment

Poco C75 এবং Poco M7 Pro স্পেসিফিকেশন

Poco M7 Pro মডেলে রয়েছে  6.67-ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। যাতে রয়েছে 120Hz রিফ্রেশ রেট। এতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশ্ন। এই ফোনে রয়েছে MediaTek এর  Dimensity 7025 Ultra প্রসেসর।  এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে রান করে।  Poco M7 Pro এর 5110mAh এর একটি শক্তিশালী ব্যাটারি রয়েছে। ফোনটিতে একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে।  এছাড়াও এতে রয়েছে একটি ম্যাক্রো ক্যামেরা এবং 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ।

Poco C75-এ রয়েছে  6.88-ইঞ্চি ডিসপ্লে। যার রেজোলিউশন  1640×720 পিক্সেল এবং পিক ব্রাইটনেস 600 nits। এতে রয়েছে Snapdragon 4s Gen 2 প্রসেসর। এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে চলে। পাশাপাশি এই ফোনে 5160mAh এর একটি পাওয়ারফুল ব্যাটারি। ফোনটিতে একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ছাড়াও এতে রয়েছে একটি ম্যাক্রো ক্যামেরা এবং 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

5G smartPhone
Advertisment