Advertisment

সমুদ্র তীরে হঠাৎ ভেসে এল ৮০ ফুটের মৃতদেহ, কোন প্রাণীর দেখলে আঁতকে উঠতে হবে

স্থানীয় সংরক্ষক অফিসার এএফপিকে জানিয়েছেন, "দেখে মনে হচ্ছে এটা নীল তিমির মৃতদেহ। তবে এর মৃত্যুর কারণ জানি না।"

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

৭৫ ফুট লম্বা তিমি মাছের মৃতদেহ। তা দেখে চক্ষু কপালে সবার। ইন্দোনেশিয়ার নুনিলার না বাটু কেপালার সমুদ্রতীরে ভেসে এল নীল তিমির প্রকান্ড মৃতদেহ। যার ভিডিও ও ছবি সোশাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।

Advertisment

ছবিতে দেখা যাচ্ছে, পাহাড়সমান মৃতদেহকে দেখতে হাজির বহু জনতা। তবে কী কারণে এই জল জন্তুর মৃত্যু হয়েছে, তা এখনো পরিষ্কার নয়।

আরও পড়ুন

Movie Review: সুশান্তের রিল-রিয়েল মিশে গেল দিগন্তে, আমরা চোখ মুছে ফেললাম

স্থানীয় সংরক্ষক অফিসার লিদিয়া টেসা সংবাদসংস্থা এএফপিকে জানিয়েছেন, "দেখে মনে হচ্ছে এটা নীল তিমির মৃতদেহ। তবে এর মৃত্যুর কারণ জানি না। বোঝা যাচ্ছে, এটা এখানে মারা যায়নি। অনেকদিন আগেই মৃত্যু ঘটেছে প্রাণীটির।"

দুর্ভাগ্যবশত, সেই মৃতদেহ পরীক্ষা করার আগেই ঢেউয়ের স্রোত ফের তা টেনে নিয়ে যায় মাঝ সমুদ্রে। প্রসঙ্গত, গত অক্টোবরে সত্তা পাইলট তিমি মাছ কুপাংয়ে মৃত অবস্থা পাওয়া যায়। মাঝ সমুদ্রে ক্রস কারেন্ট তিমি মাছের কাছে বেঁচে থাকার চ্যালেঞ্জ ছুড়ে দেয়। কারণ অধিকাংশ সময়ই এই স্রোতের ভেসে গিয়ে ডুবো পাহাড়ে ধাক্কা খেয়ে প্রাণহানি ঘটে তিমির। এই নীল তিমির ক্ষেত্রেও এমনটা হয়ে থাকতে পারে বলে অনুমান।

viral news
Advertisment