Trending Video: বেলি ড্যান্সে বড় চমক! স্কুল পড়ুয়ার প্রতিভার তারিফ, প্রশংসার বন্যা নেটপাড়ায়

Trending Video: সোশ্যাল মিডিয়ায় হামেশাই ভাইরাল হয় নাচের ভিডিও। এই সোশ্যাল মিডিয়া এমন এক মাধ্যম যে মাধ্যমকে কাজে লাগিয়ে অনেকেই তাদের সুপ্ত প্রতিভা মুহূর্তে লাখো মানুষের কাছে পৌঁছে দেন।

Trending Video: সোশ্যাল মিডিয়ায় হামেশাই ভাইরাল হয় নাচের ভিডিও। এই সোশ্যাল মিডিয়া এমন এক মাধ্যম যে মাধ্যমকে কাজে লাগিয়ে অনেকেই তাদের সুপ্ত প্রতিভা মুহূর্তে লাখো মানুষের কাছে পৌঁছে দেন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update

Trending Video: মিডিয়ায় হামেশাই ভাইরাল হয় নাচের ভিডিও। এই সোশ্যাল মিডিয়া এমন এক মাধ্যম যে মাধ্যমকে কাজে লাগিয়ে অনেকেই তাদের সুপ্ত প্রতিভা মুহূর্তে লাখো মানুষের কাছে পৌঁছে দেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে এক স্কুল পড়ুয়ার নাচ দেখে সকলেই অবাক।

Advertisment

প্রতিবাদ'ই উৎসব, উৎসবেই জারি প্রতিবাদ! আরজি কর কাণ্ডে 'লজ্জার' অনন্য থিমে সমাজকে বিরাট বার্তা

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে মঞ্চে একটি অনুষ্ঠান চলাকালীন স্কুল পড়ুয়া এক কিশোরকে বলিউডের বিখ্যাত গান 'দিলবার...দিলবার...'-গানে নাচতে দেখা যায়। এই সময়, ছেলেটি এমন দারুণ নাচছেন যা দেখে মহিলারাও তার তারিফ করতে বাধ্য। একই সঙ্গে মঞ্চে বসা কয়েকজন শিক্ষক ছেলেটিকে এভাবে পারফর্ম করতে দেখে অবাক। কয়েকজন শিক্ষক ছেলেটির এই নৃত্য পরিবেশন তাদের ফোনে ক্যামেরায় বন্দি করতে থাকেন। 

Advertisment


ছেলেটির নাচের ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিওটি দেখে মানুষ মজার মজার মন্তব্য করছে। যেখানে একজন ব্যবহারকারী মন্তব্য করে লিখেছেন- এমন নাচ দেখে নোরা ফাতেহি ব্যর্থ হবে। আরেকজন লিখেছেন- ভাই, এই ছেলেকে নোরা ম্যাডামকে ট্রেনিং দিতে মুম্বই যেতে হবে। তৃতীয়জন লিখেছেন- এই ছেলেটি সামনে রাখা তিনটি ট্রফিই প্রাপ্য, সে ছাড়া আর কেউ পাবে না। একইভাবে, মন্তব্য করার সময়, আরও অনেকে ছেলেটিকে হার্দিক পান্ডিয়ার সাথে তুলনা করেছেন এবং বলেছেন যে তিনি হার্দিক পান্ডিয়ার মতো দেখতে। ভাইরাল হওয়া এই ভিডিওটি @scorpio_s11__0012 নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। এই খবরটি লেখা পর্যন্ত লক্ষাধিক মানুষ দেখেছেন এবং হাজার হাজার লাইক করেছেন।

 

Trending News