Advertisment

RG Kar Puja Theme: প্রতিবাদ'ই উৎসব, উৎসবেই জারি প্রতিবাদ! আরজি কর কাণ্ডে 'লজ্জার' অনন্য থিমে সমাজকে বিরাট বার্তা

RG Kar Puja Theme: আরজি কর কাণ্ডে প্রতিবাদ আবহেই শুরু এবারের দুর্গাপুজো। এবার এক অন্যরকমের পুজোর সাক্ষী থাকতে চলছে বঙ্গবাসী। যেখানে উৎসবই প্রতিবাদ আবার প্রতিবাদ'ই উৎসব!

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
RG Kar theme

আরজি কর কাণ্ডে 'লজ্জার' অনন্য থিমে সমাজকে বিরাট বার্তা

RG Kar Puja Theme: শতাব্দী প্রাচীন বাঙালির প্রাণের দুর্গা পুজোয়  মন্ডপ ও দেবী মূর্তিতে ফুটে ওঠে দেশের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি। বাঙালির কাছে দুর্গাপুজো যেন এক আবেগ। সমাজের জলজ্যান্ত সমস্যাগুলি যেন শিল্পীর ক্যানভাস হিসাবে ফুটে ওঠে মন্ডপ ও প্রতিমা সজ্জায়। আরজি কর কাণ্ডের প্রতিবাদে অনন্য এক প্রতিমা নজর কেড়েছে সকলের। লজ্জায় দু'হাত দিয়ে মুখ ঢেকেছেন মা দুর্গা। দশহাতে নেই কোন অস্ত্র। আরজি কর কাণ্ডে দেবী দুর্গাও যেন লজ্জিত। সেই 'লজ্জা'ই' পরিণত হয়েছে থিমে। যা প্রসংশা কুড়িয়েছে লাখো মানুষের। দেবী মূর্তিও যেন প্রতিবাদেরই এক অংশ, এক ভাষা!

Advertisment

মগজধোলাইয়ের অভিযোগ, বিতর্কের মাঝে সুপ্রিম স্বস্তি সদগুরুর

আরজিকর কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি। নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে দেবী পক্ষের সূচনাতেও জারি প্রতিবাদ।  মহালয়ার ভোরেও অনন্য প্রতিবাদের সাক্ষী থেকেছে কাকদ্বীপ থেকে কলকাতায়। এই আবহেই শুরু এবারের দুর্গাপুজো। এবার এক অন্যরকমের পুজোর সাক্ষী থাকতে চলছে বঙ্গবাসী। যেখানে উৎসবই প্রতিবাদ আবার প্রতিবাদ'ই উৎসব! 

দিকে দিকে থিমের বহর, আলোকসজ্জার ভিড়েও জারি আরজি কর কাণ্ডের প্রতিবাদ। শহর কলকাতার এক পুজো মণ্ডপে দেখা গেল মুখ ঢেকে রয়েছেন মা দুর্গা। তাঁর দশ হাতে অস্ত্র নেই। দু'হাত দিয়ে মুখ ঢাকা তাঁর। কাঁকুড়গাছির শ্রী শ্রী সরস্বতী ও কালীমাতা মন্দির পরিষদ পুজো কমিটির অনন্য এই থিমে ফুটে উঠেছে প্রতিবাদেরই ভাষা। 

১১০ ফুটের সুবিশাল দুর্গা! কলকাতার নাকের ডগায় পুজোয় এবার বিরাট চমক, শিল্পকর্ম তাক লাগাবে

পুজো কমিটির তরফে জানানো হয়েছে, আরজিকরের মতো নৃশংস ঘটনায় লজ্জিত দেবী দুর্গাও। ঠিক সেই কারণেই  কষ্ট, লজ্জায় মুখ ঢেকেছেন তিনি। তবে শুধুমাত্র আরজিকর নয়, বাংলায় তথা ভারতের প্রত্যেক প্রান্তে নারীদের উপর ঘটে যাওয়া অত্যাচারের বিচার চেয়ে এই ধরণের থিম বেছে নেওয়া হয়েছে। 

Durga Puja durga RGKar medical college & hospital
Advertisment