Advertisment

ঝালমুড়ির 'প্রেমে বুঁদ', চাকরি ছেড়ে লন্ডনের রাস্তায় স্টল, শেফের অবাক করা কাণ্ড

অবাক কাণ্ডে বুঁদ নেটপাড়া

author-image
IE Bangla Web Desk
New Update
British Man Sells Jhalmuri in London, British Man Sells Jhalmuri, Jhalmuri Vendor in London, British Man Sells Jhalmuri on thela, indian snacks, indian favourite snacks, jhalmuri selling business, Viral On Social Media, viral On Internet, strange news, bizarre news, bizarre story, amazing news, strange news, interesting news, viral news, trending news, viral, trending,

ঝালমুড়ির সেরা ‘স্বাদ’, চাকরি ছেড়ে লন্ডনে ঝালমুড়ির স্টল শেফের। সোশ্যাল মিডিয়ায় হামেশাই নানান মজার কাহিনী ভাইরাল হয়। তবে এমন কাহিনী নজর কেড়েছে নেটিজেনদের। ট্রেন-বাস হোক অথবা কোথাও ঘুরতে গিয়ে ঝালমুড়ি ভারতীয়দের বিশেষ করে বাঙালিদের অন্যতম সেরা পছন্দের খাবারের মধ্যে একটি আর এবার সেই ঝালমুড়ির প্রেমে বুঁদ এক ব্রিটিশ নাগরিক।

Advertisment

নিজের চাকরি ছেড়ে বিদেশের রাস্তায় দিয়েছেন ঝালমুড়ির স্টল। এমন কাহিনী শুনে সকলেই ভিরমি খাচ্ছেন। ব্রিটেনের রাস্তায় দাঁড়িয়ে দেদার ঝালমুড়ি বিকোচ্ছেন এক ব্যক্তি। আর সেই ছবি তোলপাড় ফেলেছে নেটপাড়ায়। একেবারে দেশি স্টাইলে, ঝালমুড়ি মেখে তেঁতুলের চাটনি ও আচার যোগে তা পরিবেশন করছেন ক্রেতাদের কাছে। ভিডিওটি লন্ডনের দ্য ওভালের।

ভিডিওতে দেখা যাচ্ছে যে ব্যক্তিকে তিনি হলেন অ্যাঙ্গাস ডেনুন, যিনি পেশায় ছিলেন একজন ব্রিটিশ শেফ, বর্তমানে ঝালমুড়ির প্রেমে পড়ে লন্ডনের রাস্তায় খুলেছেন তার ঝালমুড়ির ব্যবসা। ভাইরাল এই ভিডিওটি ভিডিওটি ২০১৯ সালের, যখন তাকে বিশ্বকাপের সময় ঝালমুড়ি বিক্রি করতে দেখা গিয়েছিল। আর তারপরই তিনি রাতারাতি হয়ে ওঠেন ইন্টারনেট সেনসেশন।

আরও পড়ুন: < IAS কে বিয়ের প্রস্তাব MLA-এর, অনন্য প্রেমকাহিনী চমকে ওঠার মতই >

তিনি নিজেই জানান, ২০০৫ সালে তিনি কলকাতায় গিয়েছিলেন এবং এখানকার ঝালমুড়ি, স্ট্রিট ফুড তার এতটাই ভাললাগে যে দেশে ফিরে তিনি তা বিক্রি শুরু করেন। একই সঙ্গে তিনি ফুচকা, লস্যিও বিক্রি করেন।

Street vendor london viral
Advertisment