New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/VIRAL-ELEPHANT.jpg)
প্রথমে গাড়ির সামনে বনেটের ওপর বসার চেষ্টা করে। তাতে মন না ভরায় গাড়ির পিছনে ডিকিতে বসার চেষ্টা করে। তাতেও শান্তি না হওয়ার গাড়ির ওপরে উঠে পড়ে।
একটি বিশালাকার হাতি গাড়ির মাথায় বসার চেষ্টা করছিল। সেই কাণ্ডকারখানার ভিডিও রেকর্ড করেছে উল্টো দিক থেকে আসা এক গাড়ির চালক।
ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের একটি ন্যাশেনাল পার্কে। জানা যাচ্ছে, হাতিটির বয়স প্রায় ৩৫ বছর। সে পর্যটকের গাড়ি চড়তে চাইছিল। প্রথমে গাড়ির সামনে বনেটের ওপর বসার চেষ্টা করে। তাতে মন না ভরায় গাড়ির পিছনে ডিকিতে বসার চেষ্টা করে। তাতেও শান্তি না হওয়ার গাড়ির ওপরে উঠে পড়ে। দুমরে মুচরে যায় গাড়ির একাধিক অংশ। সম্প্রতি এই ভিডিও ভাইরাল সোশাল মিডিয়ায়।
আরও পড়ুন: বারাণসীর মন্দিরে দেব দেবীর মূর্তির নাক মুখ ঢেকে দেওয়া হয়েছে! কিন্তু কেন?
Read the full story in English