New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/07/cats-12.jpg)
এই ছবির মধ্যেই লুকিয়ে রয়েছে একটি পুরুষের মুখ! রহস্যময়ী নারী মুখের আড়ালে ।
এই ছবির মধ্যেই লুকিয়ে রয়েছে একটি পুরুষের মুখ! রহস্যময়ী নারী মুখের আড়ালে
এই ছবির মধ্যেই লুকিয়ে রয়েছে একটি পুরুষের মুখ! রহস্যময়ী নারী মুখের আড়ালে ।
অপটিক্যাল ইলিউশন! সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলেছে একটি ছবি। নেটিজেনদের মধ্যে প্রবল আকর্ষণের সৃষ্টি করেছে এই অপটিক্যাল ইলিউশন। এই ছবির মধ্যেই লুকিয়ে রয়েছে একটি পুরুষের মুখ! রহস্যময়ী নারী মুখের আড়ালে । আপনার কাজ হল সেই পুরুষ মুখটিকে খুঁজে বের করা। আপনার হাতে সময় রয়েছে মাত্র ৩০ সেকেন্ড। এই সময়ের মধ্যেই আপনি যদি এই শব্দটি খুঁজে বের করতে পারেন তাহলে আপনি সেই ২০ শতাংশ মানুষের মধ্যে পড়বেন যারা এর সঠিক উত্তর দিতে সক্ষম হয়েছেন।
অপটিক্যাল ইলিউশনের ছবি এখন সোশাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে। ইন্টারনেটে অপটিক্যাল ইলিউশন দেখে তা থেকে মানুষ সঠিক উত্তর খুঁজে বের করতে পছন্দ করেন। অনেকেই আছেন যারা অবিলম্বে খুঁজে পেয়ে যান এই ধাঁধার উত্তর। আবার অনেকে আছেন যাঁরা দীর্ঘ সময় ধরে লড়াই করার পরেও সঠিক উত্তরটি আর কিছুতেই খুঁজে পান না। সুন্দর এই অপটিক্যাল ইলিউশনের ছবির মধ্যেই লুকিয়ে রয়েছে একটি পুরুষ মুখ। আপনার কাছে সময় রয়েছে আজ মাত্র ৩০ সেকেন্ড। এর মধ্যেই নারীর মুখ থেকে আলাদা করতে হবে পুরুষ মুখটিকে।
এই অপটিক্যাল ইলিউশনের ছবিটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। অনেকেই পেয়ে গেছেন প্রশ্নের উত্তর এবার আপনার পালা। আশা করি আপনি খুঁজে পেয়েছেন। আর যাঁরা এখনও খুঁজে পাননি তাদের জন্য একটা সূত্র দেওয়া রইল! ইঙ্গিত দেওয়ার আগে, নিজেকে আরও একটি সুযোগ দিন এবং ছবিটির দিকে একবার তাকান খুঁজে বের করার চেষ্টা করুন পুরুষ মুখটিকে যা এই ছবির আড়ালেই লুকিয়ে রয়েছে। অপটিক্যাল ইলিউশনের এই ছবিতে আজ একাধিক মুখ রয়েছে। নিচের অপটিক্যাল ইলিউশন পেইন্টিংটি শুধু একটি নারী নয় একজন পুরুষকেও দেখা যায়। আপ্নি যদি খুঁজে না পান তাহলে আপনার জন্য রইল ইঙ্গিত।
আরও পড়ুন: <ছাত্রদের থেকে ‘GOAT’ শুনেই আনন্দে আত্মহারা অঙ্কের শিক্ষক!>
আপনার মাথা বাঁ বা ডান দিকে কাত করার চেষ্টা করুন। মেয়েটির পায়ের সামনে চোখের মতো চিত্রটি দেখার চেষ্টা করুন। এখানেই রয়েছে আপনার উত্তর। আপনার ফোনটি উল্টে দেখার চেষ্টা করুন। আশা করি আপনি পুরুষের মুখটিকে খুঁজে পেয়েছেন। আর যদি না পান তাহলে এখানে রইল আপনার জন্য উত্তর!
আশা করি আপনি এবার মুখটি খুঁজে পেতে সক্ষম হয়েছেন। এবার আমাদের জানান, এটি খুঁজে পেতে আপনার কত সময় লাগল?