New Update
/indian-express-bangla/media/media_files/2024/12/28/71GFXeU2GHR4jN9ltPEZ.jpg)
চুল দিয়েই বুনলেন 'ক্রিসমাস ট্রি' Photograph: (ফাইল ছবি)
Christmas Hairstyle: এক খ্যাতনামা বিউটি ইনফ্লুয়েন্সার নিজের চুল দিয়েই মাথায় ক্রিসমাস ট্রি বানিয়েছেন, যার ভিডিও এখন ইন্টারনেটে ভাইরাল। সৃজনশীলতা অবাক করেছে নেটিজেনদের।
চুল দিয়েই বুনলেন 'ক্রিসমাস ট্রি' Photograph: (ফাইল ছবি)
Christmas Hairstyle: বর্ষবরণের আনন্দে মাতোয়ারা যুবতী! চুল দিয়েই বুনলেন 'ক্রিসমাস ট্রি', তাজ্জব করা কাণ্ড ঝড়ের বেগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা দেখে রীতিমত চোখ কপালে নেটপাড়ার।
এক খ্যাতনামা বিউটি ইনফ্লুয়েন্সার নিজের চুল দিয়েই মাথায় ক্রিসমাস ট্রি বানিয়েছেন, যার ভিডিও এখন ইন্টারনেটে ভাইরাল। সৃজনশীলতা অবাক করেছে নেটিজেনদের।
ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে, তানিয়া সিং সকলকে অবাক করে দেন। ভিডিওটি এখন পর্যন্ত চার লাখের বেশি বার দেখা হয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী তানিয়ার পোস্টে প্রশংসার বন্যা বইয়ে দিয়েছেন। অনেকে আবার মজার মন্তব্যে করেছেন ।
একজন ব্যবহারকারী লিখেছেন, "হে ঈশ্বর! এমন সৃজনশীলতার মধ্য দিয়ে বছর শেষ হচ্ছে। যেটা ভাবার বাইরে! আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।