/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/04/1-8.jpg)
বাবা পুলিশ। তার কাজ যে আর পাঁচ জনের মত নয় সে বিষয়ে অবগত ছোট্ট খুদে। বাবার বাড়ি থেকে বেড়নোর সময় নির্দিষ্ট থাকলেও, ফেরার সময় নেই। তাই বাবার কাজে যাওয়াকে বাঁধা দিতে পা জড়িয়ে কান্না জুড়েছে ছোট্ট খুদে।
পুলিশ বাবা সন্তানের মাথায় হাত বুলিয়ে তাকে বোঝাচ্ছেন, "জানে দে বেটা, জলদি আ যাউঙ্গা"। যতই তাকে সোনাবাছা করে বোঝানো হোক না কেন, তাতেও শান্ত হচ্ছে না শিশুটি। বার বার ছুটে গিয়ে আঁকড়ে ধরছে বাবার পা।
আরও পড়ুন: প্রি ওয়েডিং শুটে প্রেমে নয়, জলে হাবুডুবু খেলেন হবু দম্পতি
এমন এক ভিডিও সোশাল সাইটে আশা মাত্রই নেট নাগরিকদের হাতে ভাইরাল হয়ে যায়। মর্মস্পর্শী এই ভিডিও চোখের কোনে জল এসেছে একাংশের।
This is the toughest part of the police job. Due to long and erratic duty hours most of the police officers have to face this situation.
Do watch. pic.twitter.com/aDOVpVZ879
— Arun Bothra (@arunbothra) April 28, 2019
ভিডিওর ক্যাপশনে লেখা ছিল , " প্রতিদিন পরিবারের সদস্যদের ছেড়ে কাজে যাওয়া, সবচেয়ে কঠিন কাজ"। ইন্সপেক্টর জেনারেল অরুণ বত্রা এই ভিডিওটি শেয়ার করেছেন।
My heart went out for the little kid. Every Policemen also has a duty towards his family too. Why can't they be allowed fixed duty hours?https://t.co/dpjX5POZ1o
— ♈????️⤴️™ (@MATRIBHUMISEVAK) April 28, 2019
ইতিমধ্যে প্রায় ৮৫ হাজার মানুষ দেখে ফেলেছেন ভিডিওটি। ভিডিওটি শেয়ার করার সঙ্গে একজন প্রশ্ন তুলেছেন,"
"আমার মন কাঁদছে ছোট শিশুটির জন্য। প্রত্যেক পুলিশের তাঁর পরিবারের প্রতি কর্তব্য আছে। কেন তারা নির্ধারিত সময়ের অনুমতি পাবে না? "
Read the full story in English