Advertisment

IRCTC: অর্ডার করা খাবারে দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছে জ্যান্ত বিছে! প্রশ্নের মুখে IRCTC

IRCTC: রায়তায় ভাসমান সেই জ্যান্ত তেঁতুল বিছের ছবি দাবানলের মত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ঘটনাকে কেন্দ্র করে ফের একবারে প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা। ঘটনাটি ঘটেছে নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে।

author-image
IE Bangla Web Desk
New Update
IRCTC

রায়তায় ভাসমান সেই জ্যান্ত তেঁতুল বিছের ছবি

IRCTC: রায়তায় চুমুক দিতে গিয়ে রীতিমত চোখ কপালে। ভাসছে জ্যান্ত তেঁতুল বিছে। চূড়ান্ত শোরগোলে প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা। রেলের খাবার নিয়ে অভিযোগের শেষ নেই সাধারণ মানুষের। ট্রেনের অন-বোর্ড খাবারই হোক কিংবা স্টেশনের রেলওয়ে ক্যান্টিন। সোশ্যাল মিডিয়ায় রেলের তরফে পরিবেশন করা খাবারের গুণমান নিয়ে হামেশাই নানান পোস্ট ভাইরাল হয়। সম্প্রতি এমনই এক ঘটনা ভাইরাল ফের নেটদুনিয়ায় যেখানে আইআরসিটিসির এগজিকিউটিভ লাউঞ্জের খাবারে জ্যান্ত বিছে ঘুরে বেড়াচ্ছে।  রায়তায় ভাসমান সেই জ্যান্ত তেঁতুল বিছের ছবি দাবানলের মত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ঘটনাকে কেন্দ্র করে ফের একবারে প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা। ঘটনাটি ঘটেছে নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে।  
 

Advertisment

আর্যাংশ সিং নামে এক যাত্রী আইআরসিটিসি ভিআইপি এক্সিকিউটিভ লাউঞ্জে ডিনার করছিলেন। সেই সময় তিনি তার অর্ডার করা রায়তায় জ্যান্ত তেঁতুল বিছে দেখতে পান। যা দিব্যি ভেসে-চলে বেড়াচ্ছিল। সেই সময় তিনি সেই খাবারের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, "হ্যাঁ, অবশ্যই, ভারতীয় রেলের খাবারের মান উন্নত হয়েছে, এখন তারা হাই প্রোটিন রায়তা পরিবেশন করছে,"। এদিকে এই পোস্ট ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়েছেন মানুষজন।

সরলতায় লাখো মানুষের মন জয়! মিষ্টি শিশুকন্যার ভিডিও মুখে হাসি ফোটাবে

ভারতীয় রেলওয়েতে খাবারের স্বাস্থ্যবিধির সমস্যা দীর্ঘদিন ধরেই উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর এই ঘটনা যেন তারই এক জলজ্যান্ত প্রমাণ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্টে মন্তব্য করে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এই বিষয়ে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন। যদিও আইআরসিটিসি সমস্যাটি খতিয়ে  দেখার প্রতিশ্রুতি দিয়ে পোস্টের প্রতিক্রিয়া জানিয়েছে। 

viral
Advertisment