New Update
/indian-express-bangla/media/media_files/2024/11/04/jiRHuzxzWQ2F5bE8Ihfr.jpg)
চরণামৃত ভেবে এসির জল পান ভক্তদের
Viral Video: চরণামৃত অত্যন্ত ভক্তি ও নিষ্ঠার সঙ্গে মানুষ পান করেন। কিন্তু বর্তমানে এমনই এক ভিডিও সামনে এসেছে যা দেখে চক্ষু চড়কগাছ নেটদুনিয়ার। 'অতিভক্তিতে' চরণামৃত ভেবে পান করছেন এসির লিকেজ ওয়াটার। ভাইরাল হয়েছে এই ভিডিও। যা দেখার পর হুঁশ উড়েছে মানুষের।
চরণামৃত ভেবে এসির জল পান ভক্তদের
Viral Video: চরণামৃত অত্যন্ত ভক্তি ও নিষ্ঠার সঙ্গে মানুষ পান করেন। কিন্তু বর্তমানে এমনই এক ভিডিও সামনে এসেছে যা দেখে চক্ষু চড়কগাছ নেটদুনিয়ার। 'অতিভক্তিতে' চরণামৃত ভেবে পান করছেন এসির লিকেজ ওয়াটার। ভাইরাল হয়েছে এই ভিডিও। যা দেখার পর হুঁশ উড়েছে মানুষের।
উত্তরপ্রদেশের বৃন্দাবনে বাঁকে বিহারী মন্দিরের একটি ভিডিও আজকাল সোশ্যাল মিডিয়ার শিরোনামে। ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে মন্দিরের বাইরের দেওয়াল থেকে বেরিয়ে আসা জলকে চরণামৃত ভেবে মানুষ পান করছেন। ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে এটা চরণামৃত নয়, এসি থেকে বেরিয়ে আসা বর্জ্য জল।
আগামীকাল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, ট্রাম্প না হ্যারিস কাকে চায় ভারতীয়রা?
এক মিনিটের ভিডিওতে দেখা যাচ্ছে কাতারে কাতারে ভক্ত প্লাস্টিকের গ্লাস হাতে দাঁড়িয়ে রয়েছেন। দেওয়াল বেয়ে গড়িয়ে আসা জলকে চরণামৃত ভেবে পান করছেন ভক্তরা। এক মহিলা যখন সেই জল পান করেন তখন যিনি ভিডিও তৈরি করছিলেন তিনি ওই মহিলাকে বলেন, দিদি, এটা এসির জল! চরণামৃত নয়। মন্দিরের পুরোহিতরাও বারে বারে বলেছেন এই জল চরণামৃত নয়।
Serious education is needed 100%
— ZORO (@BroominsKaBaap) November 3, 2024
People are drinking AC water, thinking it is 'Charanamrit' from the feet of God !! pic.twitter.com/bYJTwbvnNK
ভিডিওটি,৩রা নভেম্বর @BroominsKaBaap হ্যান্ডেলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। প্রায় সঙ্গে সঙ্গেই এই ভিডিওটি ঝড়ের বেগে ভাইরাল হয়। খবর লেখা পর্যন্ত এই ক্লিপটি ৩৮ লক্ষ কভিউ এবং ১৭ হাজার লাইক অর্জন করেছে।