New Update
/indian-express-bangla/media/media_files/2024/11/29/rvSmV55CX6tHC6OIxSau.jpg)
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
Viral Video: বিরিয়ানি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও'র ছড়াছড়ি! সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে চক্ষু চড়কগাছ নেটপাড়ার। বন্ধুরা মিলে এক নামী রেস্তোরাঁয় বিরিয়ানি খেতে গিয়ে ঘটল এক মারাত্মক কাণ্ড। যে ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় দাবানলের মত ছড়িয়ে পড়েছে। বিরিয়ানির প্লেটের মধ্যে জ্বলছে একটুকরো সিগারেট। এমনই ভিডিও দেখে রীতিমত চোখ কপালে নেটপাড়ার।
হায়দ্রাবাদের একটি বিখ্যাত রেস্তোরাঁর ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে কয়েকজন বন্ধু মিলে চিকেন বিরিয়ানি খেতে গিয়েছিল। হায়দ্রাবাদের আরটিসি 'এক্স' রোডের একটি জনপ্রিয় রেস্তোরাঁয় বসে বিরিয়ানি মুখে দিতেই চোখে পড়ল প্লেটের কোণে উঁকি দিচ্ছে একটি জ্বলন্ত সিগারেটের টুকরো। মুহূর্তেই সেই ঘটনা ফ্রেমবন্দী করেন বেশ কয়েকজন। পরে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
X ইউজার দাবি করেছেন যে তিনি অর্ডার করা বিরিয়ানির মধ্যে একটি জ্বলন্ত সিগারেটের টুকরো খুঁজে পেয়েছেন। ভিডিওতে, বন্ধুদের ঘটনার পর চিৎকার জুড়ে দিতে দেখা যায়। পাশাপাশি গোটা ঘটনা প্রশাসনকে জানাতে বলতে শোনা যায়। রেস্তোরাঁর অন্যান্য কর্মীরাও গোটা ঘটনায় স্তম্ভিত হয়ে পড়েন। ভিডিওটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এই ভিডিও ভাইরাল হতেই খাবারের গুণমানের সঙ্গে আপসের কারণে রেস্তোরাঁ কর্তৃপক্ষকে কাঠগড়ায় তোলেন। রেস্টুরেন্টের স্বাস্থ্যবিধি মান এবং খাদ্য নিরাপত্তার নিয়েও সমালোচনার ঝড় ওঠে নেটদুনিয়ায়।
Cigarette 🚬 Butts in #Bawarchi biryani …
— Vineeth K (@DealsDhamaka) November 25, 2024
Nerchukoni intlo chesukovatam uttamam pic.twitter.com/j2ct9mxn2Q