Advertisment

Elephants eats Panipuri: হাতির ফুচকা প্রেম, ভিডিও দেখে স্তম্ভিত নেটপাড়া

Elephants eats Panipuri: শিশু থেকে প্রাপ্তবয়স্ক, মহিলা হোক বা বৃদ্ধ, স্ট্রিট ফুড সকলের পছন্দের। আর এই স্ট্রিট ফুডের তালিকায় এই আলাদা স্থান করে নিয়ে ফুচকা। ফুচকার নাম শুনলেই যেন জিভে জল চলে আসে।

author-image
IE Bangla Web Desk
New Update
Elephants eats Panipuri

Elephants eats Panipuri:  ফুচকার নাম শুনলেই জিভে জল চলে আসে! এই দারুণ স্ট্রিট ফুড পছন্দ করেন না এমন মানুষ প্রায় নেই বললেই চলে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফুচকাকে নিয়ে একটি মজার ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটি হাতি ফুচকার স্বাদ উপভোগ করছে। আপনি যদি এই ভিডিওটি না দেখে থাকেন, তাহলে এখনই দেখে নিন। লাখো মানুষকে অবাক করেছে এই ভিডিও।

Advertisment

শিশু থেকে প্রাপ্তবয়স্ক, নারী বা পুরুষ, স্ট্রিট ফুড সবার পছন্দের। আর ফুচকা সেই স্ট্রিট ফুডের মধ্যে এক বিশেষ স্থান দখল করে রেখেছে। কখনও কোন প্রাণীকে, বিশেষ করে হাতিকে ফুচকা খেতে দেখেছেন? যদি না দেখে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি দেখার পর আপনি অবাক হয়ে যাবেন। ভিডিওতে দেখা যাচ্ছে একটি হাতি দারুণ উপভোগ করে ফুচকা খাচ্ছে।

ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি হাতি ফুচকার স্টলের কাছে দাঁড়িয়ে আছে। দোকানদার একটা একটা করে ফুচকা হাতিটিকে খাইয়ে দিচ্ছেন আর হাতিটা আনন্দে ফুচকা উপভোগ করছে। দোকানদার যেমন করে অন্য ক্রেতাদের ফুচকা খাওয়াচ্ছেন, তেমন করেই হাতিটিকেও খাইয়ে দিচ্ছেন।

ইটভাটার শ্রমিক থেকে ডাক্তারি পড়ুয়া, বাংলার এই যুবকের পরিশ্রমকে কুর্নিশ জানাল গোটা বিশ্ব

ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে এবং ইতিমধ্যেই এক মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে। এক লাখেরও বেশি মানুষ ভিডিওটি লাইক করেছেন। মানুষ ভিডিওটিতে মজার মন্তব্য করছে এবং ভিডিওটি খুবই পছন্দ করছে।

viral
Advertisment