মানুষের নজর কাড়তে কুকুর বাজাচ্ছে গাড়ির হর্ন, ভাইরাল ভিডিও

শুনতে পেয়ে কেনাকাটা না করেই গাড়ির কাছে ছুটে আসে মালিক। এরপর ধমক দিয়ে গাড়ি খুলে তাদের বের করে।

শুনতে পেয়ে কেনাকাটা না করেই গাড়ির কাছে ছুটে আসে মালিক। এরপর ধমক দিয়ে গাড়ি খুলে তাদের বের করে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অনলাইনে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে অধৈর্য একটি কুকুরকে দেখানো হয়েছে। গাড়ির ভিতরে বসে তার উদ্দেশ্য ছিল মানুষের নজর কাড়া। যার জন্য অবিরাম হর্ন বাজিয়ে যাচ্ছে সে। ক্লিপটি ইনস্টাগ্রামে অস্ট্রেলিয়ান পেশাদার রোড রেসিং সাইক্লিস্ট স্টিল ভন হফ পোস্ট করেছেন।

Advertisment

ভিডিওতে দেখা যাচ্ছে কুকুরটি গাড়ির স্টিয়ারিং-এর সামনে বসে রয়েছে। কেনাকাটা করতে গিয়েছেন মালিক। সেই সময় পা দিয়ে গাড়ির হর্ন বাজাতে শুরু করে। শুনতে পেয়ে কেনাকাটা না করেই গাড়ির কাছে ছুটে আসে মালিক। এরপর ধমক দিয়ে গাড়ি খুলে তাদের বের করে।

আরও পড়ুন: পর্যটকদের সামনেই নামছে ধস, তেড়ে এগিয়ে আসছে বরফের চাঁই, ভাইরাল ভিডিও

ডেইলি মেল অনুসারে, ভিডিওটি বুধবার সকালে মেলবোর্নের দক্ষিণে মর্নিংটনের মেইন স্ট্রিটে ক্যামেরা বন্দি করা হয়।

Advertisment

দেখুন ভিডিওটি...

viral viral news