যদি আপনি সরীসৃপকে ভয় পেয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য নয়। সম্প্রতি মার্কিন কন্টেন্ট ডেভেলপার ব্রায়ান বার্সেক তাঁর স্নেকবেস্টেভ নামে ইনস্টাগ্রাম পেজে আপলোড করেন একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে দুটি মাথাযুক্ত একটি ভয়ঙ্কর সাপ একসঙ্গে দুটি ইঁদুরকে খাচ্ছে।
এই ভিডিওটি দেখে অনেক নেটাগরিক শিউরে উঠেছেন। তিনি এই ভিডিও পোস্ট করে লেখেন ‘দুমাথার এই সাপ বেন এবং জেরি একসঙ্গে দুটি ইঁদুর খাচ্ছে। এটি রোমাঞ্চের একটি অনন্য দৃষ্টান্ত’।
আরও পড়ুন উপহার ‘নাপসন্দ’! ছুঁড়ে মারলেন কনে, তুমুল ভাইরাল ভিডিও
ভিডিওটি মুহুর্তে ভাইরাল হয়। স্নেকবেস্টেভ পেজের ফলোয়ারের সংখ্যা প্রায় ৬ লক্ষ। তাই এই ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি। অনেকেই কমেন্টে জানান, এইরকম ভয়ঙ্কর সাপ তাঁরা এর আগে কখনও দেখেননি। আবার অনেকে এই ভিডি দেখে শিউরে উঠেছেন। অনেকের আবার প্রশ্ন দুটি মাথাযুক্ত এইধরনের সাপ কিভাবে বেঁচে থাকে!
সবমিলিয়ে প্রায় ১৮ হাজার ভিউ হয়েছে এই ভিডিওটির। প্রচুর লাইক এবং অজস্র কমেন্ট পরেছে ভিডিওটিতে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন