Viral Video: সবজির দোকানের ঠিক সামনে থামল ডিএসপির গাড়ি! ঘাবড়ে গেলে দোকানি। ছুটে আসতেই তাকে জড়িয়ে ধরলেন ডিএসপি। গোটা ঘটনায় একেবারে ভ্যাবাচাকা খেয়ে গেলেন ওই সবজী বিক্রেতা। পুলিশ কর্তা বললেন- ১৪ বছর আগে...!
Advertisment
মাঝে মধ্যে কিছু আশ্চর্যজনক ঘটনার সাক্ষী থাকে সোশ্যাল মিডিয়ায়। তেমনই এক ঘটনা ঘটেছে ভোপালে। সম্প্রতি এক সন্ধ্যায় ডিএসপি নিজে গাড়ি নিয়ে এক সবজিওয়ালার কাছে আসেন তাকে ডাকতেই চমকে ওঠেন তিনি। ডিএসপি দোকানদারের থেকে তার নাম জানতে জান। তিনি পুলিশ কর্তাকে নিজের পরিচয় দেন। সলমন নামের ওই সবজি বিক্রেতাকে গাড়ি থেকে নেমে তৎক্ষণাৎ জড়িয়ে ধরেন তিনি। এরপর তিনি বললেন ১৪ বছর আগে আমার খারাপ সময়ে এই সবজি বিক্রেতা আমাকে ধারে সবজি দিতেন।
এই ভিডিওটি ডিএসপির ইউটিউব অ্যাকাউন্টে আপলোড করা হয়েছে। যা সুনামি বেগে ভাইরাল হচ্ছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার। গোয়ালিয়রের ডিএসপি সন্তোষ পাটেল ভোপালে গিয়ে দেখা করেন সেই সবজি বিক্রেতার সঙ্গে যিনি তাকে তাঁর খারাপ সময়ে ধারে সবজি দিতেন।
ডিএসপি সন্তোষ পাটেল তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আপলোড করা ভিডিওতে বলেছেন যে সবজি বিক্রেতা সলমনকে তিনি ১৪ বছর ধরে চেনেন। লেখাপড়ার টাকা না থাকলেও সালমান তাকে সবজি ধার দিতেন। তিনি বলেন, খারাপ সময়ে যে তোমার পাশে দাঁড়িয়েছে তাকে ভুলে যাওয়া বড় পাপ।
ডিএসপি সন্তোষ প্যাটেল তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে মানুষকে অনুপ্রাণিত করে চলেছেন। এছাড়াও অনেক ভিডিও ব্লগ তৈরি করুন। ছোটবেলা থেকেই সংগ্রাম ছিল তার সঙ্গী। সেই সব কঠিন পরিস্থিতিকে জয় করে তিনি পুলিশের বড় অফিসার হয়েছেন, তাই অনেক সময় তাকে ছাত্র ও সাধারণ মানুষকে অনুপ্রাণিত করতে দেখা যায়।