New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/cats_04b301.jpg)
স্কুলে পুনর্মিলন অনুষ্ঠান উপলক্ষ্যে একদল বয়স্ক মানুষকে স্কুলের প্রিন্সিপালের হাতে মার খাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিও দেখে অনেকেই নস্ট্যালজিক হয়ে পড়েছেন।
স্কুলে পুনর্মিলন অনুষ্ঠান উপলক্ষ্যে একদল বয়স্ক মানুষকে স্কুলের প্রিন্সিপালের হাতে মার খাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিও দেখে অনেকেই নস্ট্যালজিক হয়ে পড়েছেন।
স্কুলে পুনর্মিলন অনুষ্ঠান উপলক্ষ্যে একদল বয়স্ক মানুষকে স্কুলের প্রিন্সিপালের হাতে মার খাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিও দেখে অনেকেই নস্ট্যালজিক হয়ে পড়েছেন।
Trending Video: স্কুলে ছেলেবেলায় প্রিন্সিপালের হাতে মার খাননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। সম্প্রতি এমনই এক ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে অনেক বয়স্ক মানুষ স্কুল ড্রেস পরে এসে একে একে লাইনে দাঁড়িয়ে প্রিন্সিপালের হাতে মার খাচ্ছেন। ঝড়ের বেগে ভাইরাল হয় এই ভিডিও। দৃশ্য দেখে প্রথমে হাসবেন তারপর আবেগপ্রবণ হয়ে পড়বেন।
স্কুলের দিনগুলি সকলের কাছে রঙিন। কিছু মানুষ আছেন যারা হাজারো ব্যস্ততার ভিড়ে স্কুলের বন্ধুদের সঙ্গে যোগাযোগ রেখে চলেন। স্কুলে পুনর্মিলন অনুষ্ঠান উপলক্ষ্যে একদল বয়স্ক মানুষকে স্কুলের প্রিন্সিপালের হাতে মার খাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিও দেখে অনেকেই নস্ট্যালজিক হয়ে পড়েছেন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে বেশ কয়েকজন বয়স্ক মানুষ এক জায়গায় জড়ো হয়েছেন। সবাইকে স্কুলের ইউনিফর্ম এবং কাঁধে ব্যাগ নিয়ে দেখা যাচ্ছে। অধ্যক্ষ হাতে লাঠি নিয়ে সিঁড়িতে দাঁড়িয়ে আছেন। সকলকে একে একে অধ্যক্ষের কাছে আসছেন, পিঠ পেতে বেতের ঘা খাচ্ছেন। অধ্যক্ষও শিশুদের মতো তাদের লাঠি দিয়ে মারছেন। স্কুলজীবনের সেই হারিয়ে যাওয়া স্মৃতিকে তাজা করতেই পুনর্মিলনের আয়োজন করা হয়েছে ।
আরও পড়ুন - < jio: তিন ‘বিস্ফোরক প্ল্যান’ বাজার কাঁপাচ্ছে jio, দেদার ইন্টারনেটের সঙ্গে আরও কত কী…. >
Here's a strange reunion of old students of a school.! There are collectors, police officers, doctors, advocates, principals, teachers, businessmen and owners of schools ! All of them have a desire.... The Principal should beat them with his cane to help them recollect their… pic.twitter.com/r0mkCaLkav
— Krishna (@Atheist_Krishna) August 13, 2024
বিশেষ বিষয় হল এঁদের মধ্যে কেউ ডাক্তার, কেউ সিনিয়ার অফিসার, কেউ পুলিশকর্মী, আবার কেউ অবসর নিয়েছেন। এই ভিডিও দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন নেটিজেনরাও। ভিডিওটি @Atheist_Krishna হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে।