Advertisment

Viral Video: বৃষ্টি ভেজা জীর্ণ শরীরের লক্ষ্যে অবিচল, পেটের টানে রাস্তার ধারে সবজি বিক্রি, ভিডিও ভাইরাল

Viral Video: সোশ্যাল মিডিয়ায় এক বৃদ্ধার ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে। ভিডিওটি লাখো মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছে। চোখে আঙুল দিয়ে এই ভিডিও দেখিয়েছে পরিশ্রমী মানুষ কখনও কোন কিছুতেই অজুহাত খোঁজেন না।

author-image
IE Bangla Web Desk
New Update
elderly woman was seen selling vegetables

বৃষ্টি ভেজা জীর্ণ শরীরের লক্ষ্যে অবিচল, পেটের টানে রাস্তার ধারে সবজি বিক্রি বৃদ্ধার

Viral Video:  কিছু মানুষের জীবন সংগ্রামের কাহিনী আমাদের অনুপ্রেরণা জোগায়। এমনই এক বৃদ্ধার ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রবল বৃষ্টিতে পেটের টানে সবজি বিক্রি। ভিডিও ভাইরাল হতেই বৃদ্ধার জীবন সংগ্রামকে কুর্নিশ জানিয়েছে লাখো মানুষ। 

Advertisment

সোশ্যাল মিডিয়ায় এক বৃদ্ধার ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে। ভিডিওটি লাখো মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছে। চোখে আঙুল দিয়ে এই ভিডিও দেখিয়েছে পরিশ্রমী মানুষ কখনও কোন কিছুতেই অজুহাত খোঁজেন না। ভিডিওটি অবশ্যই আপনার হৃদয় ছুঁয়ে যাবে।

পৃথিবীতে এমন অনেকেই আছেন যারা কাজকে ভয় পান, এড়িয়ে চলেন। আবার কিছু কিছু মানুষের জীবন সংগ্রাম অন্যদেরও অনুপ্রাণিত করে। সোশ্যাল মিডিয়ায় এক বৃদ্ধার একটি ভিডিও ভাইরাল হয়েছে।  ভিডিওতে দেখা যাচ্ছে এক মহিলা রাস্তার ধারে বসে প্রবল বৃষ্টির মধ্যেও সবজি বিক্রি করছেন।  

শুকনো পাতায় ফুটে উঠল 'প্রাণবন্ত' শিল্পকর্ম! অবাক প্রতিভায় মুগ্ধ নেটপাড়া, দেখুন 'সেরার সেরা' ভিডিও

ভিডিওটি _pratimapramanick_12 নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে Instagram-এ পোস্ট করা হয়েছে। খবর লেখা পর্যন্ত ভিডিওটি ৩৩ লাখেরও বেশি মানুষ দেখেছেন। ভিডিওটি দেখার পর একজন ব্যবহারকারী কমেন্টে লিখেছেন- মা, পৃথিবীর শ্রেষ্ঠ যোদ্ধা। আরেক ব্যবহারকারী লিখেছেন- বিশ্বের সবচেয়ে সাহসী যোদ্ধাদের একজন। তৃতীয় ব্যবহারকারী লিখেছেন- মা, আপনাকে স্যালুট।  

Trending News Trending
Advertisment