Advertisment

উফফ কী দুর্গন্ধ! বায়ুত্যাগে মুলতুবি 'বিধানসভা'

সে সময় স্পিকারের হঠাৎ চোখ পড়ে ঘরের কেনার দিকে বসে থাকা কয়েকজন সদস্য চোখ মুখ কুঁচকে নাকে হাত দিয়ে বসে আছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মধ্যাহ্নভোজ সেরে সদ্য শুরু হয়েছিল বৈঠক। এমন সময় কোনো এক সদস্য বায়ুত্যাগ করে বসে। ব্যাস্, যা হয়। দ্রুত ছড়িয়ে পড়ে সেই দুর্গন্ধ। অগত্যা স্থগিত হয়ে যায় সভা।

Advertisment

বৈঠকে উপস্থিত বিধায়ক জুমা অউর মধ্যাহ্নভোজের পর বাজারে ছাউনি তৈরি নিয়ে আলোচনা করছিলেন। সে সময় স্পিকারের হঠাৎ চোখ পড়ে ঘরের কোনার দিকে বসে থাকা কয়েকজন সদস্য চোখ মুখ কুঁচকে নাকে হাত দিয়ে বসে আছে। স্পিকার জিজ্ঞাসা করার আগেই এক সদস্য বলে ওঠেন সভা চলাকালীন কে একজন বায়ুত্যাগ করেছে। দুর্গন্ধে টেকা যাচ্ছে না। এমন সময় এক সদস্য আরেক সদস্যের দিকে আঙুল দিয়ে দেখিয়ে বলেন, 'উনি বায়ুত্যাগ করেছেন'। রাতারাতি সেই সদস্য ঘাবড়ে যান। তিনি বলেন, 'আমি নই, সহকর্মীদের মাঝে এমন কাজ আমি করতে পারি না'।

আরও পড়ুন:প্রসব যন্ত্রণায় কাতর যাত্রীকে সাহায্য করে জেলে যেতে হলো অটোচালককে, কিন্তু কেন?

পরিস্থিতি সামাল দিতে স্পিকার ১০ মিনিটের জন্য বৈঠক স্থগিত রাখার নির্দেশ দেন এবং ঘর ছেড়ে কিছুক্ষণের জন্য বেড়িয়ে যেতে বলেন। সভার এক কর্মীকে ভ্যানিলা, স্ট্রবেরি যে কোনো ধরণের সুগন্ধী স্প্রে করার নির্দেশ দেন। ঘটনাটি ঘটেছে কেনিয়ার মেম্বার অফ কাউন্টি অ্যাসেম্বলিতে।

Read the full story in English

viral
Advertisment