scorecardresearch

জীবনের ‘উলট পুরাণ’! বাবার চাকরির খবরে খুশিতে আত্মহারা মেয়ে, ভিডিও ভাইরাল

বাবার চাকরির খবরে খুশিতে লাফিয়ে ওঠে স্কুল পড়ুয়া মেয়ে।

Viral Video, Viral News, Swiggy Company, Papa Beti Video
এযেন একেবারে 'উলট পুরাণ’!

বাবা সুইগিতে ডেলিভারি বয়ের চাকরি পেয়েছেন। আর সেটা জেনে খুশিতে আত্মহারা মেয়ে। সোশ্যাল মিডিয়ায় বাবা-মেয়ের মিষ্টি ভিডিও মন ছুঁয়ে গেছে সকলের।

এযেন একেবারে ‘উলট পুরাণ’! সাধারণ ভাবে বাবা-মা সন্তানের চাকরির খবরে খুশিতে আত্মহারা হয়ে যান। কিন্তু সম্প্রতি যে ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে বাবার চাকরির খবরে রীতিমত উচ্ছ্বসিত মেয়ে। এমন ভিডিও সামনে আসতেই দাবানলের মত সেটি ছড়িয়ে পড়েছে।  

ভিডিওটি ইনস্টাগ্রামে আপলোড করেছেন পূজা অবন্তিকা নামের এক ইউজার। ভিডিওতে দেখা যাচ্ছে, বাবার চাকরির খবরে খুশিতে লাফিয়ে ওঠে স্কুল পড়ুয়া মেয়ে। ভিডিওটির ক্যাপশনে ব্যবহারকারী লিখেছেন- “বাবার নতুন চাকরি, এখন আমিও আমার পছন্দের খাবার খেতে পারব”। এই ভিডিওটি দেখা হয়েছে আট লাখেরও বেশি বার। যেখানে ৫১ হাজারের বেশি লাইক ও হাজার হাজার কমেন্ট এসেছে।

আরও পড়ুন: [ সমাজের বাঁকা নজর উপেক্ষা, চায়ের দোকান খুললেন বি-টেক ছাত্রী ]

ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে, স্কুল থেকে সবেমাত্র বাড়িতে ফিরেছে মেয়েটি। তার চোখ বন্ধ। কিছুক্ষণ পর যখন সে চোখ খোলে, তখন তার বাবাকে সুইগি টি-শার্ট পরে সামনে দেখতে পায় সে। টি-শার্টের সাইজ অনেক বড়, তাতে বোঝা যায় তার বাবা নতুন চাকরি পেয়েছেন। তা অনুভব করে আনন্দে মেয়েটি লাফিয়ে বাবাকে জড়িয়ে ধরে।  

হাজার হাজার মানুষ এই ভিডিওতে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “স্যার, আপনি ভাগ্যবান যে এমন একটি কন্যাসন্তান পেয়েছেন।” অন্য একজন বলেছেন, “আমি আপনার এবং আপনার পরিবারের জন্য অনেক অনেক শুভকামনা”। তৃতীয় একজন লিখেছেন, “এটা খুব আনন্দের খবর..অল দ্য বেস্ট স্যার।” একজন লিখেছেন “ঈশ্বর সর্বদা আপনাকে,ও আপনার সন্তানের মুখে হাসি ফোটাক”।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Father gets jobs in swiggy daughters cute reaction goes viral