প্রথম সারির ক্রিকেটার এখন ভাড়ার গাড়ি চালান, মানতে পারছে না নেটপাড়া

আগে মাসিক বেতন ছিল প্রায় লাখ টাকার কাছে এখন সেখানে তিনি চল্লিশ হাজার টাকাও রোজগার করেন না।

আগে মাসিক বেতন ছিল প্রায় লাখ টাকার কাছে এখন সেখানে তিনি চল্লিশ হাজার টাকাও রোজগার করেন না।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ফজল সুভান। ইনি ২০১৬-১৭ সালের 'করাচি বল্ুসে'র হয়ে টি-২০ খেলেছেন। ডানহাতি ব্যাটসম্যান ছিলেন ফজল। ৪০ টি প্রথম শ্রেণির ম্যাচে ৩২.৮৭ গড়ে ২,৩০২ রান করেন। ২৯ টি ম্যাচে রান কুড়িয়েছেন ৬৫৯। তবে এখন এই খেলোয়াড় খেলার জগৎ থেকে অনেক দূরে। তিনি সংসার চালাতে ভাড়ার গাড়ি চালাচ্ছেন। যা দেখে তাজ্জব বনেছে নেটপাড়া। এমনটাও হয়? প্রশ্ন তুলেছেন অনেকে।

Advertisment

আরও পড়ুন: কমোডে বসতে গিয়ে আঁতকে উঠলেন মহিলা, ভিতরে বসে বিশালাকার পাইথন

Advertisment

আরও পড়ুন: পর্যটকের দিকে রুদ্ধশ্বাসে ছুটে আসছে সিংহ তারপর… দেখুন ভিডিও

publive-image

publive-image

পোস্ট টি শেয়ার করার সঙ্গে সামা টিভির সাংবাদিক জানিয়েছেন, আগে মাসিক বেতন ছিল প্রায় লাখ টাকার কাছে এখন সেখানে তিনি চল্লিশ হাজার টাকাও রোজগার করেন না। তবে কেন হল এই পরিণতি, তা জানা যায়নি।

viral