৭২তম প্রজাতন্ত্র দিবস (Republic Day 2021) উদযাপনে গুগলের শ্রদ্ধা। দেশের বৈচিত্র্য এবং সংস্কৃতির চিত্র তুলে ডুডল প্রকাশ করেছে এই তথ্যপ্রযুক্তি সংস্থা। জাতীয় পতাকার রঙে রাঙানো হয়েছে এই ডুডলকে (Google Doodle)। নেপথ্যে মুম্বইয়ের শিল্পী ওঙ্কার ফন্দেকার। আঞ্চলিক বৈচিত্র্য এবং সম্প্রীতিকে তুলে ধরা হয়েছে অঙ্কনের মাধ্যমে।
সেই অঙ্কনে জায়গা পেয়েছে লোকশিল্পীদের বাদ্য ঢোল, শাস্ত্রীয় সঙ্গীতের বাদ্য সেতার, দেশের নানা জাতির মানুষ, ক্রিকেট এবং নৃত্যকে। গুগলের মতো মাধ্যমে তাঁর শিল্পকে তুলে ধরতে পেরে গর্বিত এবং সম্মানিত। মঙ্গলবার জানিয়েছে শিল্পী ওঙ্কার। তাঁর শিল্পে বৈচিত্র্য ধরা পড়লেও, তার স্তম্ভ ঐক্য। এটাও এদিন জানান ওঙ্কার ফন্দেকার।
আরও পড়ুন দিল্লির রাজপথে বাংলার ‘সবুজসাথী’, উত্তরপ্রদেশের রামমন্দিরের ট্যাবলো
আগের বার ৭১তম প্রজাতন্ত্র দিবস পালনে মেরু শেঠ দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে তাঁর শিল্পে তাজমহল আর ইন্ডিয়া গেটকে জায়গা করে দিয়েছিল। এদিকে, ৫৫ বছরে প্রথমবার যখন বিদেশী অতিথির উপস্থিতি ছাড়া এ বছর হয়েছে গণতন্ত্র দিবসের কুচকাওয়াজ। বরিস জনসন আমন্ত্রিত থাকলেও, ব্রিটেনে করোনা প্রকোপ বাড়ায় তিনি উপস্থিত ছিলেন না।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন